Viral Video: ১৮০ মিটার দূরত্ব, তার জন্যও বাইক বুক করল যুবতী! কারণ জেনে ঠিক করুন হাসবেন না কাঁদবেন…

Viral Video: অবাক হয়েছিলেন বাইক চালকও। প্রথমে ভেবেছিলেন, ভুল লোকেশন দিয়েছেন, কিন্তু যুবতী জানালেন ঠিক লোকেশনই দেওয়া। বিস্ময় চাপতে না পেরে প্রশ্ন করেন যে এইটুকু পথ তো হেঁটেই চলে যাওয়া যায়।

Viral Video: ১৮০ মিটার দূরত্ব, তার জন্যও বাইক বুক করল যুবতী! কারণ জেনে ঠিক করুন হাসবেন না কাঁদবেন...
১৮০ মিটারের জন্য বাইক বুক।Image Credit source: Instagram

|

Jun 06, 2025 | 11:12 AM

নয়া দিল্লি: চটজলদি কোথাও পৌঁছতে হলে বা অফিস টাইমে বাস-ট্রেনের ভিড় এড়াতে অনেকেই বাইকে যাতায়াত করা পছন্দ করেন। সেই কারণেই এখন রমরমা অ্যাপ বাইকের। তবে একটা গলির দূরত্বের জন্য কেউ কখনও বাইক বুক করেছে, এমন শুনেছেন?

সত্যিই এক যুবতী মাত্র ১৮০ মিটার দূরত্ব অতিক্রম করার জন্য বুক করেছিলেন বাইক। ওলা অ্যাপের বাইক চালক গন্তব্যে এসে যুবতীর কাছে ওটিপি চান। ওটিপি দিতেই তিনি দেখেন, দূরত্ব দেখাচ্ছে মাত্র ১৮০ মিটার। এক গলি থেকে পাশের গলি পর্যন্ত রাস্তা। এইটুকু রাস্তার জন্য বাইক বুক?

অবাক হয়েছিলেন বাইক চালকও। প্রথমে ভেবেছিলেন, ভুল লোকেশন দিয়েছেন, কিন্তু যুবতী জানালেন ঠিক লোকেশনই দেওয়া। বিস্ময় চাপতে না পেরে প্রশ্ন করেন যে এইটুকু পথ তো হেঁটেই চলে যাওয়া যায়। এর জন্য বাইক বুক কেন? এরপর যুবতীর জবাব শুনে তো আরও চমকে যান।

যুবতী জানান, তিনি কুকুরে খুব ভয় পান, আর ওই রাস্তায় একদল কুকুর রয়েছে। তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সাহস নেই তাঁর, সেই কারণেই বাইক বুক করেছেন। বাইক চালকও ওই যুবতীকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন। ভাড়া লেগেছিল মাত্র ১৯ টাকা।

ভাইরাল এই ভিডিয়ো এখনও পর্যন্ত ৭০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। অনেকেই লিখেছেন, কুকুরের কামড় খেয়ে ১৯০০ টাকা খরচ করার থেকে ১৯ টাকা খরচ করা ভাল।