যৌন মিলন করেন না স্ত্রী, স্বামীর অসহায়তা দেখে আদালত বলল ‘মানসিক অত্যাচার’

বিয়ের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যৌন মিলন করতে স্ত্রী আগ্রহ দেখান না স্ত্রী। এমনকি যৌনতার ইচ্ছাপ্রকাশ করলেই তা খারিজ করে দেন। এই অভিযোগ তুলে ডিভোর্সের আবেদন করেছিলেন এক ব্যক্তি। কিন্তু ফ্যামিলি কোর্ট এই মর্মে ওই ব্যক্তির ডিভোর্সের আবেদন খারিজ করে দেন। এই রায়ে খুশি না হওয়ায় ওই ব্যক্তি ওড়িশার হাইকোর্টে আবেদন জানান।

যৌন মিলন করেন না স্ত্রী, স্বামীর অসহায়তা দেখে আদালত বলল 'মানসিক অত্যাচার'
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 7:10 PM

ভুবনেশ্বর: বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পর যৌন সম্পর্ক করছেন না স্ত্রী। যদিও স্ত্রীর কোনও শারীরিক অসুস্থতা বা অসুবিধা নেই। কিন্তু তিনি যৌনমিলনে রাজি নন। এই ধরনের পরিস্থিতিকে ‘মানসিক অত্যাচার’ হিসাবে চিহ্নিত করল ওড়িশা হাইকোর্ট। একটি ডিভোর্স মামলার প্রেক্ষিতে এ কথা জানিয়েছে আদালত। এবং এক ব্যক্তির ডিভোর্সের আবেদন মঞ্জুরও করেছে। ওড়িশা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা এবং বিচারপতি শিব শঙ্কর মিশ্রের বেঞ্চ এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে।

বিয়ের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যৌন মিলন করতে স্ত্রী আগ্রহ দেখান না স্ত্রী। এমনকি যৌনতার ইচ্ছাপ্রকাশ করলেই তা খারিজ করে দেন। এই অভিযোগ তুলে ডিভোর্সের আবেদন করেছিলেন এক ব্যক্তি। কিন্তু ফ্যামিলি কোর্ট এই মর্মে ওই ব্যক্তির ডিভোর্সের আবেদন খারিজ করে দেন। এই রায়ে খুশি না হওয়ায় ওই ব্যক্তি ওড়িশার হাইকোর্টে আবেদন জানান।

সেই আবেদনের প্রেক্ষিতেই শুনানি হয়েছে দুই বিচারপতির বেঞ্চে। সে ক্ষেত্রে আদালত দেখেছে, ওই মহিলার বার বার স্বামীর সঙ্গে যৌনতা থেকে বিরত থাকতে চেয়েছেন। এমনকি স্ত্রী বিশেষজ্ঞকে দেখাতেও রাজি হননি। শরীর সংক্রান্ত কোনও পরীক্ষা কেন করাননি তার উত্তর দিতে পারেননি ওই মহিলা ও তাঁর আইনজীবী। এই পরিস্থিতি বিবেচনা করে আদালত জানিয়েছে, এই ক্ষেত্রটি মানসিক অত্যাচারের সমতুল্য। এবং এই ব্যক্তির ডিভোর্সের আবেদন মঞ্জুর করেছে আদালত।