মুম্বই: অনলাইনে অর্ডার দিয়েছিলেন আইসক্রিম, বাক্স খুলতেই যা দেখলেন, তাতে গুলিয়ে উঠল গোটা শরীর। এক চামচ আইসক্রিম তুলতেই দেখলেন, ভিতরে শক্ত কিছু একটা রয়েছে। ক্রিম সরাতেই দেখলেন, আস্ত একটা আঙুল। তাও আবার মানুষের আঙুল।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডে। এক মহিলা অনলাইনে এক নামকরা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কোন অর্ডার করেছিলেন। সময় মতোই অর্ডার পৌঁছয়। কিন্তু প্যাকেট থেকে আইসক্রিম বের করতেই আঁতকে ওঠেন যুবতী। দেখতে পান, আইসক্রিমের মধ্যে একটা কাটা আঙুল রয়েছে।
দেখেই আঁতকে ওঠেন যুবতী। সঙ্গে সঙ্গে তিনি আইসক্রিম নিয়ে মালাড থানায় ছোটেন। অভিযোগ জানান ওই আইসক্রিম সংস্থার বিরুদ্ধে। পুলিশের তরফেও জানানো হয়েছে, ওই আইসক্রিমের দোকানের বিরুদ্ধে ফুড অল্টারেশন ও জীবন বিপন্ন করার অভিযোগ দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আইসক্রিমের মধ্যে থেকে বেরিয়ে আসা আঙুলের ছবিও পোস্ট করেন যুবতী।
পুলিশ ওই আইসক্রিমের মধ্যে থাকা আঙুলটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।