Marriage: হবু জামাইকে বড্ড বেশিই মনে ধরেছিল, মেয়ের বিয়ের ১০ দিন আগেই পাত্রকে নিয়ে পগারপার শাশুড়ি!

Bizarre: শিবানী বলেন, "১৬ এপ্রিল আমার সঙ্গে রাহুলের বিয়ে ছিল। গত রবিবার মা ওঁর সঙ্গে পালিয়ে গিয়েছে। বিগত ৩-৪ মাস ধরেই আমার মায়ের সঙ্গে ফোনে কথা বলত রাহুল। ঘণ্টার পর ঘণ্টা সেই কথা চলত। রাহুল যা করতে বলত, মা তাই-ই করছিল।"

Marriage: হবু জামাইকে বড্ড বেশিই মনে ধরেছিল, মেয়ের বিয়ের ১০ দিন আগেই পাত্রকে নিয়ে পগারপার শাশুড়ি!
অনিতা ও রাহুল। পাশে মেয়ের বিয়ের কার্ড হাতে নিয়ে অনিতার স্বামী।Image Credit source: X

|

Apr 10, 2025 | 7:50 AM

লখনউ: বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, তুঙ্গে প্রস্তুতি। হাতে মাত্র ১০ দিন বাকি। কার্ড ছাপানো থেকে আত্মীয়-পরিজনদের নিমন্ত্রণ- সবই হয়ে গিয়েছে। দিনের শেষে এসে এমন ঘটনা ঘটল যে গোটা সমাজের কাছেই মুখ দেখাতে পারছে না পরিবার। মেয়ের বিয়ের ১০ দিন আগে হবু জামাইকে নিয়ে পালিয়ে গেলেন পাত্রীর মা। ঘটনায় শোরগোল এলাকায়। বাড়িতে বসে কপাল চাপড়াচ্ছেন বাবা-মেয়ে।

উত্তর প্রদেশের আলিগড়ের বাসিন্দা শিবানীর সঙ্গে রাহুল নামক এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল। আগামী ১৬ এপ্রিল তাদের বিয়ে ছিল। কিন্তু তার আগেই, গত ৬ এপ্রিল হবু জামাই রাহুলের সঙ্গে পালিয়ে যান শিবানীর মা অনিতা। তবে খালি হাতে যাননি। মেয়ের বিয়ের জন্য কেনা ৫ লক্ষ টাকার গহনা ও নগদ সাড়ে ৩ লক্ষ টাকাও নিয়ে গিয়েছেন।

মায়ের কাণ্ডে কিছু বলার ভাষা হারিয়েছেন যুবতী। শিবানী বলেন, “১৬ এপ্রিল আমার সঙ্গে রাহুলের বিয়ে ছিল। গত রবিবার মা ওঁর সঙ্গে পালিয়ে গিয়েছে। বিগত ৩-৪ মাস ধরেই আমার মায়ের সঙ্গে ফোনে কথা বলত রাহুল। ঘণ্টার পর ঘণ্টা সেই কথা চলত। রাহুল যা করতে বলত, মা তাই-ই করছিল। ওর কথাতেই টাকা-পয়সা, গহনা নিয়ে মা পালিয়ে গিয়েছে। ১০ টাকাও রেখে যায়নি।”

যুবতী বলেন যে তাঁর মা যা ইচ্ছে করতে পারেন, কিন্তু চুরি করে নিয়ে যাওয়া গহনা ও টাকাপয়সা ফেরত দিতে হবে। অন্যদিকে যুবতীর বাবাও স্তম্ভিত। তিনি বলেন, “কর্মসূত্রে আমি বেঙ্গালুরুতে থাকি। সম্প্রতিই জানতে পেরেছিলাম যে আমার স্ত্রী হবু জামাইয়ের সঙ্গে দিনে ২০-২২ ঘণ্টাই কথা বলত। এদিকে, রাহুল আমার মেয়ের সঙ্গে কথা বলতেই চাইত না। আমার একটু সন্দেহ হলেও, ভেবেছিলাম সামনে বিয়ে। তার জন্যই হয়তো কথা বলছে।”

তিনি আরও জানান, পালিয়ে যাওয়ার পর একাধিকবার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু তার ফোন সুইচ অফ। হবু জামাইকে ফোন করতে সে প্রথমে অস্বীকার করে যে অনিতা তাঁর সঙ্গেই পালিয়ে গিয়েছে। ঘণ্টাখানেক বাদে সে হবু শ্বশুরকে ফোন করে বলে, “২০ বছর ধরে অনেক জ্বালিয়েছেন ওকে (অনিতা), এবার ওর কথা ভুলে যান”। এরপরই দুজনের ফোন অফ হয়ে যায়।  আপাতত পুলিশে নিখোঁজ  মামলা দায়ের করা হয়েছে।