পাড়ার কসাইখানার পাশে মহিলার কাটা মুণ্ড! স্বামীর কাছে যেতেই নির্লিপ্তভাবে বললেন, ‘১৭ টুকরো করে গোটা শহরে ফেলে এসেছি’

Crime News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেই, ৩০ অগস্ট স্থানীয় বাসিন্দারা খবর দেন যে একটি কসাইখানার পাশে এক মহিলার কাটা মুণ্ড পড়ে রয়েছে। পুলিশ গিয়ে সেই কাটা মুণ্ড উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। ওই মহিলার বয়স আনুমানিক ২৫ বছর থেকে ২৮ বছরের মধ্যে।

পাড়ার কসাইখানার পাশে মহিলার কাটা মুণ্ড! স্বামীর কাছে যেতেই নির্লিপ্তভাবে বললেন, ১৭ টুকরো করে গোটা শহরে ফেলে এসেছি
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Sep 06, 2025 | 7:38 AM

মুম্বই: নৃশংস, ভয়াবহ। স্ত্রীকে খুন করে ধড় থেকে মাথা আলাদা করে দিলেন স্বামী। দেহও কুচি কুচি করলেন ১৭ টুকরোয়। এরপর সেই দেহাংশ নিয়ে ফেলে এসেছিলেন বিভিন্ন জায়গায়। তবে পুরো পরিকল্পনা সফল হল না। তার আগেই মহিলার কাটা মুণ্ড নজরে আসে লোকজনের। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিওয়ানি শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেই, ৩০ অগস্ট স্থানীয় বাসিন্দারা খবর দেন যে একটি কসাইখানার পাশে এক মহিলার কাটা মুণ্ড পড়ে রয়েছে। পুলিশ গিয়ে সেই কাটা মুণ্ড উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। ওই মহিলার বয়স আনুমানিক ২৫ বছর থেকে ২৮ বছরের মধ্যে।

ওই মৃত মহিলার সূত্র ধরেই তাঁর স্বামী তাহা-র কাছে পৌঁছয়। স্ত্রী পারভিন ওরফে মুসকানকে খুন করার কথা স্বীকার করলেও, কী উদ্দেশ্যে বা কারণে স্ত্রীকে খুন করেছে, তা জানা যায়নি। ধৃত ব্যক্তি বারবার বয়ান বদল করছেন বলেই জানা গিয়েছে।জেরায় তাহা দানিয়েছেন, খুনের পর স্ত্রীর দেহ ১৭ টুকরো করেন তিনি। এরপর সেই দেহাংশ শহরের বিভিন্ন স্থানে ফেলে এসেছেন। পুলিশ ও দমকল বাহিনী সেই দেহাংশ খুঁজছে।

এদিকে মুসকানের মা হানিফা খান দু’দিন ধরে মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশে নিখোঁজ ডায়েরি করেছিলেন। কাটা মুণ্ড উদ্ধারের পর তাঁকে সেই ছবি দেখাতেই তিনি নিজের মেয়েকে শনাক্ত করেন। এরপরই জামাইয়ের নাম বললে, তাঁকে গ্রেফতার করা হয়।

গোটা ঘটনার তদন্ত করতে ডেপুটি কমিশনার ও অ্যাসিস্টেন্ট কমিশনারের অধীনে দুটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে।