Pahalgam Tourist Attack: ‘তোমায় মারব না, যাও গিয়ে মোদীকে সেটা বলে দাও’, স্বামীকে গুলি করার পর মহিলাকে বলল জঙ্গিরা
Kashmir Attack: কর্নাটকের বাসিন্দা মঞ্জুনাথ ও পল্লবী। তাঁরা তাঁদের ছোট সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিল। এরপরই বীভৎস অভিজ্ঞতা। পল্লবী জানালেন, সোমবার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে পহেলগাঁওয়ে।

পহেলগাঁও: স্বামী-সন্তানকে সঙ্গে নিয়ে কর্নাটক থেকে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল। কিন্তু আনন্দ যে এভাবে বিভীষিকায় পরিণত হবে ভেবেও উঠতে পারেননি। চোখের সামনেই জঙ্গিরা গুলি করে মেরে ফেলল স্বামীকে। দুঃখ, যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে মহিলা যখন বললেন তাঁকেও মেরে ফেলতে তখন জঙ্গিরা উত্তর দিল, ‘তোমায় মারব না..বলে দাও মোদীকে।’
কর্নাটকের বাসিন্দা মঞ্জুনাথ ও পল্লবী। তাঁরা তাঁদের ছোট সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। এরপরই বীভৎস অভিজ্ঞতা। পল্লবী জানালেন, সোমবার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে পহেলগাঁওয়ে। তিনি বলেন, “আমি, আমার স্বামী ও সন্তানের সঙ্গে গিয়েছিলাম আজ পহেলগাঁওয়ে। দেড়টা নাগাদ ওরা আচকা গুলি চালাতে শুরু করল। আমার স্বামী ঘটনাস্থলেই আমার চোখের সামনে মারা যান। এটা দুঃস্বপ্নের মতো।”
বুকফাটা কান্না তখন পল্লবী। তিনি ভাবতেও পারছেন না কোথা থেকে কী হয়ে গেল। মহিলা বললেন, “তিন থেকে চারজন আমাদের উপর হামলা করে। আমি ওদের বলি তোমরা আমাকেও মেরে ফেল। কারণ তোমরা আমার স্বামীকেও মেরে ফেলেছ। তখন তাঁদের একজন জানায়,আমি তোমায় মারব না। এটা মোদীকে বলে দাও।”

