বেঙ্গালুরু: কর্নাটক বিধানসভার সুরক্ষা বলয় ভাঙার চেষ্টা। সোমবার (১০ জুলাই), বিধানসৌধে ঢোকার মুখে অস্ত্রসহ আটকানো হল এক মহিলাকে। তাঁর ব্যাগে একটি বড় মাপের ছুরি ছিল বলে জানা গিয়েছে। মহিলাকে আটক করে বিধানসৌধ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এই ঘটনার পরই কর্নাটক বিধানসভার অধ্যক্ষ, ইউটি খাদের নিজেই গোটা বিধানসভা চত্বর ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। খাদের বলেছেন, “আমি আজ পুরো এলাকা ঘুরে দেখেছি। আমরা বিধানসৌধকে সবার জন্য নিরাপদ রাখতে চাই। অনেকেই বিধানসভা দেখতে আসেন। বিভিন্ন কাজে আসেন। আমি চাই, সকলে যাতে মসৃণভাবে কাজ করতে পারে।”
প্রসঙ্গত, দুদিন আগেই, গত শুক্রবার কর্নাটক বিধানসভায় চলতি বছরের বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ওই দিনও বিধানসভার সুরক্ষা লঙ্ঘন করেছিলেন এক ব্যক্তি। বাজেট অধিবেশন চলাকালীন, থিপ্পরুদ্র নামে এক ব্যক্তি প্রায় ১৫ মিনিট ধরে বিধানসভার ভিতরে জেডি(এস) বিধায়ক করিম্মা জি নায়েকের আসনে বসেছিলেন। শরণ গৌড়া নামে অপর এক জেডি(এস) তাকে দেখে অভিযোগ করেন। বর্তমানে ওই ব্যক্তি বিধানসৌধ পুলিশের হেফাজতে রয়েছে। জানা গিয়েছে, তিনি দর্শকের টিকিট নিয়ে বিধানসভায় প্রবেশ করেছিলেন। সেই টিকিটে তাঁর গ্যালারিতে যাওয়ার কথা। কিন্তু, প্রবেশের সময়ে তিনি নিজেকে বিধায়ক বলে দাবি করেছিলেন। এই ঘটনর বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ডা. জি পরমেশ্বর।