Crime News: দুই ছেলের সঙ্গেই শারীরিক সম্পর্ক স্থাপন মায়ের, জানতে পেরে বাবা ও ছেলেরা মিলে কেটে নিল মুণ্ডু
Murder Case: মূল অভিযুক্ত রামকুমার জানান, মায়া দেবী তাঁর দ্বিতীয় স্ত্রী ছিল। সম্প্রতিই তিনি জানতে পারেন যে সৎ ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন স্ত্রী। এই নিয়ে তাঁদের মধ্যে অশান্তিও হয়। এর কিছুদিন পর জানতে পারেন যে আরেক ছেলের সঙ্গেও অবৈধ সম্পর্ক তৈরির চেষ্টা করেছেন।

লখনউ: গ্রামের শেষ প্রান্তে পড়েছিল এক মহিলার অর্ধনগ্ন দেহ, তার আবার মুণ্ডু নেই। হাতের চারটি আঙুল নেই। বীভৎস এই দৃশ্য দেখে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পরে পুলিশে খবর দেওয়া হলে, তারা এসে দেহটি উদ্ধার করেন। মৃতার পরিচয় বের করে, তাঁর পরিবারের কাছেও হাজির হয় পুলিশ। স্বামী, ছেলেদের পরপর জিজ্ঞাসাবাদ চলে। কিন্তু বয়ান না মেলাতেই সন্দেহ বাড়ে। চাপ দিতেই বেরিয়ে আসে আসল সত্যিটা। জানা যায়, অন্য কেউ নয়, ওই মহিলার স্বামী ও দুই সৎ ছেলেই খুন করেছে। খুনের কারণ আরও ভয়ঙ্কর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বান্দা জেলার চামরাহা গ্রামে। শুক্রবার গ্রামের শেষ প্রান্ত থেকে বছর ৩০-৩৫ এর ওই মহিলার মুণ্ডু কাটা দেহ উদ্ধার হয়। তাঁর পরনে পোশাক প্রায় ছিল না বললেই চলে। হাতের চারটি আঙুলও কাটা ছিল। শরীরটি যেখানে পড়েছিল, তার কিছুটা দূরেই রাখা ছিল কাটা মুণ্ডু। মৃত মহিলার নাম মায়া দেবী।
প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ পরিবারের দিকেই যায়। জেরা করা হয় ওই মহিলার স্বামী রামকুমার, তাঁর দুই ছেলে প্রকাশ ও ব্রিজেশ ও ভাইফো উদয়ভানকে। প্রথমে তাঁরা নানা গল্প ফাঁদলেও, পরে পুলিশি জেরার মুখে তাঁরা অপরাধ স্বীকার করে নেয়।
মূল অভিযুক্ত রামকুমার জানান, মায়া দেবী তাঁর দ্বিতীয় স্ত্রী ছিল। সম্প্রতিই তিনি জানতে পারেন যে সৎ ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন স্ত্রী। এই নিয়ে তাঁদের মধ্যে অশান্তিও হয়। এর কিছুদিন পর জানতে পারেন যে আরেক ছেলের সঙ্গেও অবৈধ সম্পর্ক তৈরির চেষ্টা করেছেন। এরপরই বাবা ও দুই ছেলে মিলে খুনের পরিকল্পনা করেন। এই পরিকল্পনায় মদত দেন তাঁর ভাইপো।
পরিকল্পনামাফিক তাঁরা ওই মহিলাকে একটি গাড়ি করে চামরাহা গ্রামে নিয়ে যান। সেখানে গলা টিপে খুন করা হয় ওই মহিলাকে। এরপর কুঠার দিয়ে ওই মহিলার মুণ্ডু কেটে দেহ থেকে আলাদা করে দেন। হাতের চারটি আঙুলও কেটে নেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করা হয়েছে। খুনে ব্য়বহৃত গাড়ি ও কুঠারটিও উদ্ধার করা হয়েছে।
