Noida Woman’s Chopped Body: কাটা হাতে এখনও লেগে আছে দোলের রং, নালায় এ কার টুকরো টুকরো দেহ?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Mar 16, 2023 | 4:48 PM

Woman's Chopped Body found Noida: নালায় পড়ে মহিলার টুকরো টুকরো দেহ। হাতে লেগে রয়েছে দোলের রঙ।

Noida Womans Chopped Body: কাটা হাতে এখনও লেগে আছে দোলের রং, নালায় এ কার টুকরো টুকরো দেহ?
দেহাংশগুলি উদ্ধার করে একটি কালো প্লাস্টিকের ব্যাগে ভরে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ

Follow Us

নয়ডা: হাতে লেগে রয়েছে দোলের রঙ। সেই অবস্থাতেই টুকরো টুকরো করা হয়েছে মহিলাকে। উত্তর প্রদেশের নয়ডার সেক্টর এইটের এক নালা থেকে বৃহস্পতিবার (১৬ মার্চ), এরকমই এক দেহ উদ্ধার করল পুলিশ। এই নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ডগ স্কোয়াডের সহায়তায় নালাটি থেকে এক এক করে ওই নিহত মহিলার হাত, পায়ের পাতা এবং আঙুলের মতো দেহাংশ তোলা হয়েছে। এখনও পর্যন্ত নিহত মহিলার পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দেহটি যেভাবে পচে গলে গিয়েছে, তাতে মনে হচ্ছে অন্তত পাঁচদিন আগে মহিলাকে হত্যা করা হয়েছে।

সূত্রের খবর, এদিন সকালে ৮ নম্বর সেক্টরের এক নালা পরিষ্কার করতে গিয়ে টুকরো টুকরো অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেছিলেন সাফাই কর্মীরা। মুহূর্তে এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহটিকে ঘিরে ভিড় জমাতে শুরু করেন কৌতূহলী জনতা। এরই মধ্যে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। সেই সময় সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। ভিড়কে একপাশে সরিয়ে নালা থেকে দেহাংশগুলি তোলে পুলিশ। দেহটি মহিলা না পুরুষের, ময়নাতদন্তের আগে সরকারিভাবে তা জানতে চায়নি পুলিশ। ঘটনাস্থলে ডেকে পাঠানো হয় ফরেন্সিক দলকে। তারা ঘটনাস্থল থেকে ফরেন্সিক প্রমাণাদি সংগ্রহ করার পর, দেহাংশগুলি ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়।

এই নালা থেকেই উদ্ধআর হয়েছে দেহাংশগুলি

এই ঘটনার বিষয়ে একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নয়ডা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনারও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। নয়ডা জ়োনের ডিসিপি হরিশ চন্দর জানিয়েছেন, নিহত মহিলার পরিচয় জানার জন্য এবং কে বা কারা ওই নালায় দেহাংশগুলি ফেলে গিয়েছে তা জানার জন্য, ওই এলাকার সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজ খতিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, মহিলার কাটা হাতে একটি ঘড়ি ও একটি চুড়িও পাওয়া গিয়েছে। সাম্প্রতিক অতীতে যে সব মহিলা নিখোঁজ বলে অভিযোগ দায়ের করা হয়েছে, দেহটি তাদের কারোর কিনা, সেই দিকও খতিয়ে দেখছে পুলিশ।

Next Article