Dead Body Recover: অটোর সিটে বেডশিট মোড়ানো একটা কিছু রাখা, চাদর সরাতেই দশ হাত ছিটকে গেলেন পাড়ার লোকজন…

Crime News: তিলকনগরে মেইন রোডের উপরে দাঁড়ানো একটি অটোর ভিতরে হঠাৎ লক্ষ্য করা যায় যে বিছানার চাদরে মোড়ানো কিছু একটা রাখা। স্থানীয় বাসিন্দারাই শনিবার বিকেল ৪টের দিকে প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং বেগতিক বুঝে পুলিশে খবর দেন।

Dead Body Recover: অটোর সিটে বেডশিট মোড়ানো একটা কিছু রাখা, চাদর সরাতেই দশ হাত ছিটকে গেলেন পাড়ার লোকজন...
প্রতীকী চিত্র।Image Credit source: PTI

|

Oct 26, 2025 | 6:24 AM

বেঙ্গালুরু: ভয়ঙ্কর! অটোর ভিতর থেকে পাওয়া গেল চাদরে মোড়ানো এক মহিলার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে রাস্তার ধারে দাড় করানো অটোর ভিতরে মৃতদেহ এল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার, ২৫ অক্টোবর কর্নাটকের বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটে। বেঙ্গালুরুর তিলকনগরে মেইন রোডের উপরে দাঁড়ানো একটি অটোর ভিতরে হঠাৎ লক্ষ্য করা যায় যে বিছানার চাদরে মোড়ানো কিছু একটা রাখা। স্থানীয় বাসিন্দারাই শনিবার বিকেল ৪টের দিকে প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং বেগতিক বুঝে পুলিশে খবর দেন। পুলিশ এসে চাদর সরাতেই দেখে, অটোর ভিতরে এক মহিলার দেহ রাখা।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতের নাম সালমা (৩৫)। তাঁর চার সন্তান রয়েছে। কিছুদিন আগেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। পুলিশের সন্দেহ, ওই মহিলার পরিচিত কেউ হয়তো তাঁকে খুন করেছে এবং দেহ অটোর ভিতরে রেখে পালিয়ে গিয়েছে। সালমার মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। অভিযুক্ত বিছানার চাদরে মুড়িয়ে দেহ এনে দাঁড়িয়ে থাকা অটোর ভিতরে রেখে পালিয়ে যায়।  কেন ওই মহিলাকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

গতকাল দেহ উদ্ধারের পরই পুলিশ ও ফরেন্সিক টিম ঘটনাস্থল পরীক্ষা করে দেখে। দেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।