লখনউ: জাতীয় সড়কের পাশে পড়েছিল টিনের বাক্স। পথচলতি অনেকেরই নজরে এসেছিল সেই বাক্স, কিন্তু কেউ সাহস দেখিয়ে খোলেনি। পরে কয়েকজনের নাকে আসে একটা পোড়া গন্ধ। আন্দাজ করা হয়, ওই টিনের বাক্সের ভিতর থেকেই আসছে পোড়া গন্ধ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে বাক্স খুলতেই চোখ কপালে উঠল পুলিশের। টিনের বাক্সের ভিতর থেকে বেরিয়ে এল এক মহিলার আধ পোড়া দেহ। শনিবার বিকেলে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেলে ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে লালা নগর টোল প্লাজার কাছ থেকে একটি টিনের বাক্স উদ্ধার হয়। বাক্সের ভিতর থেকে পোড়া গন্ধ বেরতেই পথচলতি লোকজনেরা খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে ওই বাক্স খুলতেই ভিতর থেকে এক মহিলার আধ পোড়া দেহ উদ্ধার হয়।
ভাদোহির পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মীনাক্ষী কাত্য়ায়ন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, যে মহিলার দেহ উদ্ধার করা হয়েছে, তাঁর বয়স আনুমানিক ২০ বছর। তাঁর পরনে সাদা রঙের সালোয়ার ছিল। পেট্রোল দিয়ে মুখের অংশ পুড়িয়ে দেওয়ায় ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পা দুটি দড়ি দিয়ে বাধা ছিল।
পুলিশ সুপার জানান, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিমও পৌঁছেছে। প্রাাথমিক তদন্তে অনুমান, খুনের আগে মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। পরিচয় গোপন করতেই তাঁর মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর আসল তথ্য় জানা যাবে।