
মুম্বই: মেট্রোর কাজ চলছে, পাশের রাস্তা প্রায় সবসময়ই জমজমাট থাকে। সেখানেই পথচলতি এক ব্য়ক্তির নজরে এল, রাস্তার ধারে পড়ে রয়েছে একটা কালো, বড় সুটকেস। প্রথমে ভেবেছিলেন নিজেই সুটকেস খুলে দেখবেন। তারপরই মনে হল, ভিতরে যদি বোমা থাকে! সেই ভয়েই পুলিশে খবর দিয়েছিলেন। পুলিশ এসে সেই সুটকেস খুলতেই হিমস্রোত বয়ে গেল উপস্থিত সকলের শরীর দিয়ে। দেখলেন, ভিতরে দুমড়ে মুচড়ে ঢোকানো এক যুবতীর দেহ। অজ্ঞাতপরিচয় ওই যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায়।
ঘটনাটি ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। মধ্য় মুম্বইয়ের কুর্লায় রাস্তার ধারে পড়ে থাকা একটি সুটকেসের ভিতর থেকে উদ্ধার করা হয় এক যুবতীর দেহ। যুবতীর পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ কুর্লা পুলিশের কাছে খবর আসে যে শান্তিনগরের সিএসটি রোডের কাছে রাস্তার ধারে একটি সুটকেস পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সুটকেসটি খুলে দেখা যায়, ভিতরে এক যুবতীর দেহ পড়ে রয়েছে।
সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে সিভিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবতীর পরিচয় এখনও জানা যায়নি। তবে দেহ দেখে অনুমান করা হচ্ছে, যুবতীর দেহ ২৫ থেকে ৩৫ বছরের মধ্য়ে। তার পরনে টি-শার্ট ও ট্রাক প্যান্ট রয়েছে।
যেখান থেকে ওই সুটকেসটি উদ্ধার হয়, সেখানে মেট্রোর কাজ চলছে। পুলিশ জানিয়েছে, এলাকায় লাগানো সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে।