নয়া দিল্লি: সুযোগ দেওয়ার নামে নিত্যদিন যৌন শোষণ করা হচ্ছে মহিলা কুস্তিগীরদের, এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠল বিজেপি সাংসদের বিরুদ্ধে। তিনি আবার রেস্টলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্টও। সম্প্রতিই কুস্তিগীর ভীনেশ ফোগাট অভিযোগ করেন, রেস্টলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রীজ ভূষণ শরণ সিং মহিলা কুস্তিগীরদের যৌন শোষণ করছেন। এই বিষয়টি সামনে আসার পরই দিল্লি কমিশন ফর ওমেনের তরফে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব মন্ত্রককে নোটিস পাঠানো হল। অন্যদিকে, ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভে বসেছেন মহিলা কুস্তিগীররা। দিল্লির যন্তর মন্তরে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল আজ বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করবেন।
#DCW प्रमुख @SwatiJaiHind ने रेसलिंग फेडरेशन ऑफ इंडिया के खिलाफ चल रहे प्रदर्शन का समर्थन करने जंतर-मंतर पहुंचीं।
इस दौरान उन्होंने कहा “हमने दिल्ली पुलिस को नोटिस दिया है और केंद्र सरकार के यूनियन खेल मंत्रालय को नोटिस दिया है। इस केस में तुरंत न्याय होना चाहिए।” pic.twitter.com/au1hCzlQLo— Mohit Sewak Shukla (@mohitsshukla) January 18, 2023
দিল্লির মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে ফেডারেশনের সভাপতি ও বিভিন্ন প্রশিক্ষকের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ তুলে ধরার পরই কমিশনের তরফে স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি পর্যালোচনার জন্য গ্রহণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতিই এক বিখ্যাক মহিলা কুস্তিগীর অভিযোগ করেন ডব্লুএফআই-র প্রেসিডেন্ট ও কয়েকজন কোচ বহু মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা ও যৌন নিগ্রহ করছেন।
#Jantarmantar pic.twitter.com/Q9otWpXoLw
— Vinesh Phogat (@Phogat_Vinesh) January 18, 2023
এরপরই দিল্লির মহিলা কমিশনের তরফে বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করা হয়। ইতিমধ্যেই মহিলা কমিশনের তরফে ওই মহিলা কুস্তিগীরদের কাছ থেকে অভিযোগের লিখিত কপি চাওয়া হয়েছে। তাতে প্রশিক্ষক ও ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ ও তার পরে ফেডারেশনের তরফে কী পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আগামী ২১ জানুয়ারির মধ্য়ে লিখিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
Union Sports Ministry sought an explanation from Wrestling Federation of India (WFI) and directed it to furnish a reply within the next 72 hours on the allegations levelled by wrestlers, including Olympic and CWG medalists: Sports Authority of India pic.twitter.com/w2C4FhyvFX
— ANI (@ANI) January 19, 2023
Women National Wrestling Coaching camp, which was due to start in Sports Authority of India’s National Centre of Excellence (NCOE) in Lucknow from January 18, 2023 with 41 wrestlers and 13 coaches and support staff, has been cancelled: Sports Authority of India
— ANI (@ANI) January 19, 2023
যৌন হেনস্থার অভিযোগ দায়ের পর আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফেও রেস্টলিং ফেডারেশন অব ইন্ডিয়ার কাছ থেকে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্য়ে কুস্তিগীরদের আনা অভিযোগের ভিত্তিতে ব্যাখ্যা দিতে হবে বলেই জানিয়েছে স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়া। একইসঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে ওমেন্স ন্যাশনাল রেস্টলিং কোচিং ক্যাম্পও, যা বুধবার থেকে লখনউয়ে শুরু হওয়ার কথা ছিল।