রাউরকেল্লা: বিতর্কের কেন্দ্রে এবার বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম। ওড়িশার রাউরকেল্লার বীরসা মুন্ডা হকি স্টেডিয়ামটি বিশ্বের দীর্ঘতম হকি স্টেডিয়াম হবে বলে দাবি ওড়িশা সরকারের। কিন্তু, এই তথ্য সঠিক নয়, এই স্টেডিয়ামটি বিশ্বের চতুর্থ বৃহত্তম হকি স্টেডিয়াম বলে দাবি বিজেপির। পাকিস্তানের লাহোরের হকি স্টেডিয়ামটি বিশ্বের দীর্ঘতম হকি স্টেডিয়াম বলেও দাবি জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবারই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাউরকেল্লায় দীর্ঘতম হকি স্টেডিয়াম হিসাবে বীরসা মুন্ডা স্টেডিয়ামটির উদ্বোধন করেছেন। ওড়িশার ক্রীড়া ও যুবমন্ত্রী টি.কে বেহেরা জানিয়েছিলেন, বীরসা মুন্ডা স্টেডিয়ামটিকে আমরা বৃহত্তম বলছি না। এটা ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের তরফে অনুমোদিত যে, এখানে সবচেয়ে বেশি দর্শক ধারণের সংখ্যা রয়েছে। বিশ্বের দীর্ঘতমের হবে এবং তার সমস্ত সুবিধা এই স্টেডিয়ামে থাকবে। বিশ্বের দীর্ঘতমের স্টেডিয়ামের সমস্ত সুবিধা এই স্টেডিয়ামে থাকবে বলেও ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে। আগামী ১৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত যে পুরুষ ওয়ার্ল্ড কাপ হকি আয়োজিত হতে চলেছে সেটির খেলা ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের সঙ্গে বীরসা মুন্ডা স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে বলেও ওড়িশা সরকার জানিয়েছে।
যদিও বীরসা মুন্ডা স্টেডিয়ামটি বিশ্বের দীর্ঘতম স্টেডিয়াম নয় বলে দাবি বিজেপি বিধায়কের। সুন্দরগড় জেলার মিত্রপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক শংকর ওরামের দাবি, পাকিস্তানের লাহোরের ন্যাশনাল হকি স্টেডিয়ামে ৪৫ হাজার দর্শক বসতে পারেন। সেটিই বিশ্বের দীর্ঘতম হকি স্টেডিয়াম। এরপরে রয়েছে চন্ডিগড়ের হকি স্টেডিয়াম, সেখানে ৩০ হাজার দর্শক বসতে পারেন। তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের উইন্ডগার্ট স্টেডিয়াম। সেখানে বিভিন্ন ধরনের খেলা হয় এবং ২২ হাজার ৩৫৫ জন দর্শক একসঙ্গে বসতে পারে। এর পরে আসছে বীরসা মুন্ডা হকি স্টেডিয়ামটি এবং এটি চতুর্থতম বৃহত্তম স্টেডিয়াম বলেই দাবি বিজেপি বিধায়কের।
যদিও ওড়িশার ক্রীড়াসচিব আর বৈনীল কৃষ্ণা আগে জানিয়েছিলেন, বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম ২০ হাজার দর্শক বসতে পারেন এবং এটা ভারতের কোনও স্টেডিয়ামে সম্ভব নয়। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সর্বাধিক ১৫ হাজার দর্শক বসতে পারেন। বিরসা মুন্ডার স্টেডিয়ামটির আরেক বিশেষত্ব হল, এখানে ওয়ার্ল্ড কাপ ভিলেজ রয়েছে। অর্থাৎ খেলোয়াড় এবং আধিকারিকদের ২২৫টি ঘর রয়েছে। এবার হকি ওয়ার্ল্ড কাপের ৪৪টি ম্যাচের মধ্যে ২০টি হবে এই বিরসা মুন্ডা স্টেডিয়ামে।