
নয়া দিল্লি: ভুল মানল সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। ডিলিট করে দেওয়া হল ৬০০-রও বেশি অ্যাকাউন্ট। সরকারি সূত্রে খবর, এক্স (পূর্বের টুইটার) জানিয়েছে যে তারা ভারতীয় আইন মেনেই কাজ করবে।
সম্প্রতি এক্স হ্যান্ডেলের আর্টিফিশিয়াল সার্ভিস গ্রক এআই (Grok AI) দিয়ে নানা অশ্লীল ভিডিয়ো তৈরি ও পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই কড়া হয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই ধরনের আপত্তিকর ও যৌন উত্তেজক ছবি তৈরি করার বিষয়ে সতর্ক করে। গত ২ জানুয়ারি তথ্য প্রযুক্তি মন্ত্রক অবিলম্বে সোশ্যাল মিডিয়া সাইট থেকে গ্রক দিয়ে তৈরি করা সমস্ত অশ্লীল, আপত্তিকর ও বেআইনি ছবি ডিলিট করতে বলে। যদি তা না করে, তাহলে তথ্য প্রযুক্তি আইনে কড়া ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। ৭২ ঘণ্টার মধ্যেই কী পদক্ষেপ করা হয়েছে, তার রিপোর্ট জমা করতে হয়।
এরপরই এক্স হ্য়ান্ডেল তড়িঘড়ি ৩৫০০ কনটেন্ট ব্লক করেছে। ৬০০-রও বেশি অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। সরকারি সূত্রে খবর, এক্স জানিয়েছে যে তারা ভবিষ্যতে এই ধরনের কোনও কনটেন্ট তাদের প্ল্যাটফর্মে পোস্ট করতে দেবে না। কনটেন্টের উপরে নজরদারিও বাড়াবে বলেই আশ্বাস দিয়েছে।
কেন্দ্রের তরফে এক্স-কে সতর্ক করে বলা হয়েছে যে গ্রক এআই শুধু ভুয়ো প্রোফাইল তৈরি করতেই ব্যবহার করা হচ্ছে না, একইসঙ্গে মহিলাদের অশ্লীল ছবি ও ভিডিয়ো তৈরি করে তাদের ব্ল্যাকমেইল করা হচ্ছে।