
রাজধানীতে ধরাশায়ী আপ। মোদী জাদুতে মজে ২৭ বছর পরে দিল্লিতে ফিরতে চলেছে বিজেপি সরকার। একক সংখ্যাগরিষ্ঠতা বটেই, প্রায় হাফ সেঞ্চুরি করে ফেলেছে বিজেপি। দুপুর সাড়ে তিনটে অবধি যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে বিজেপির ঝুলিতে রয়েছে ৪৮ আসন। আপের ঝুলিতে আছে ২৩টি আসন। কংগ্রেস এবং বাকিদের ভাঁড়ার শূন্যই রয়ে গিয়েছে।
৫ তারিখ ভোটের পরেই সব বুথ ফেরত সমীক্ষাই এগিয়ে রেখেছিল বিজেপিকে। শনিবার বেলা গড়াতেই সেই ট্রেন্ড সত্যি বলে প্রমাণিত হয়েছে। কিন্তু কেন আপের এই পতন? নেপথ্যে কী আবগারি দুর্নীতি, শিষমহল বিতর্ক নাকি অন্য কিছু, কী মনে করছেন অরবিন্দ কেজরীবালের একদা সঙ্গী বর্তমানে ভারতীয় স্বরাজ পার্টির নেতা যোগেন্দ্র যাদব? শুনল টিভি৯ বাংলা।
যোগেন্দ্র যাদব বলেন, “আম আদমি পার্টির যে স্বচ্ছ ভাবমূর্তি ছিল, তা আবগারি দুর্নীতি, শিষমহল বিতর্কের ফলে নষ্ট হয়ে গিয়েছে।”
তিনি জানান, দিল্লির উন্নয়নের ক্ষেত্রে কোনও দীর্ঘমেয়াদি কাজ করেনি আপ সরকার। যোগেন্দ্র যাদব বলেন, “দিল্লির জন্য যে বুনিয়াদি কাজ হওয়া প্রয়োজন ছিল তা হয়নি।”
যোগেন্দ্র যাদবের মতে অরবিন্দের কেজরীবালদের পরাজয়ের অন্যতম কারণ হল কেন্দ্র সরকার তথা উপ রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সর্বক্ষণের টানা পোড়েন। তিনি বলেন, “উপ রাজ্যপাল এবং দিল্লি সরকারের মধ্যে যে ভাবে প্রতিদিন টানাপোড়েন চলত, আমার মনে হয় মোদীর সমর্থকরা মনে করেছেন, কেন্দ্রে মোদীর সঙ্গে তো রয়েছেই, এখন কেজরীবালের সঙ্গে থেকে আর কী লাভ? তার চেয়ে বরং বিজেপিকে নিয়ে আসাই ভাল।”
অর্থাৎ যোগেন্দ্র যাদবের মতে আপ সরকার কোনও রকম ভিত্তি তৈরি করতে পারেনি। দ্বিতীয়ত, কেন্দ্র-রাজ্য সংঘাত পেরিয়ে উন্নয়নের স্বাদ পেতেই এই ফলাফল বলে ধারণা তাঁর।