Uttar Pradesh: “বাবুয়া, টুইটারই তোমাদের ভোট দেবে…” বিরোধী দলগুলিকে কটাক্ষ যোগীর

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 10, 2021 | 4:59 PM

Yogi Adityanath, করোনার দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) সময় সমালোচনার মুখে পড়ে উত্তর প্রদেশ সরকার। করোনায় মৃত রোগীদের দেহ নদীতে ভাসার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছিল।

Uttar Pradesh: বাবুয়া, টুইটারই তোমাদের ভোট দেবে... বিরোধী দলগুলিকে কটাক্ষ যোগীর
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি-PTI

Follow Us

নয়া দিল্লি: বছর ঘুরতেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (UP Assembly ELection)। তার আগেই বিভিন্ন ইস্যুতেই সরগরম উত্তর প্রদেশের রাজনীতি। এবার করোনা অতিমারির প্রসঙ্গ টেনে এনে বিরোধী দল গুলিকে খোঁচা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেন, করোনা সংক্রমণের মাত্রা যখন তুঙ্গে ছিল, তখন বিরোধী দল গুলির নেতারা বাড়িতে নিভৃতবাসে ছিলেন। বাইরে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা তাঁরা অনুভব করেননি। ইটাওয়াহতে বিজেপির এক সভায় সমবেত কর্মীদের উদ্দেশে যোগীর আবেদন, করোনার সময় যেসব নেতারা বাড়িতে বসেছিলেন, কর্মীরা যেন নিশ্চিত করেন ভোটের পরও যেন তাঁরা বাড়ির বাইরে বেরোতে না পারে।

তিনি বলেন “করোনা সংক্রমণের হার যখন সব থেকে বেশি ছিল আমি আপনাদের পাশে ছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই অতিমারির সময় ফ্রন্টলাইন স্বাস্থ্য কর্মীদের সঙ্গে দেখা করতে এবং করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আমি দু’বার এখানে এসেছি। কিন্তু অন্য দলের নেতারা তখন নিজেদের বাড়িতে নিভৃতাবাসে ছিলেন। তাই সঙ্কটে তারা যখন মানুষের পাশে ছিলেন না তখন নির্বাচনের সময়েও তাদের বাড়িতেই থাকা উচিৎ। তাঁরা যেন বাড়িতেই বসে থাকতে পারে সেই ব্যাপারটা আপনার নিশ্চিত করুন।” নিজের বক্তব্য রাখার সময়ে জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায় যোগী আদিত্যনাথকে। এরপরে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে স্মিত হেসে যোগী বলেন, “আপনার বাড়িতে বসে টুইটারই করুন। টুইটারই আপনাদের ভোটে জেতাবে!”

করোনার দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) সময় সমালোচনার মুখে পড়ে উত্তর প্রদেশ সরকার। করোনায় মৃত রোগীদের দেহ নদীতে ভাসার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছিল। করোনা দ্বিতীয় ঢেউয়ের সময় সমগ্র দেশের পাশাপাশি উত্তর প্রদেশে থেকেও হাসপাতালে বেডের অভাব বা অক্সিজেনের অভাবে রোগীদের সমস্যার ছবি সামনে এসেছিল। উত্তর প্রদেশ সরকারের মতে তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে এবং সাফল্যও পেয়েছে।

২০২২ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। কথায় আছে “দিল্লির রাস্তা উত্তর প্রদেশ হয়েই যায়”। তাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই বিধানসভা নির্বাচন বিজেপির (BJP) কাছে অঘোষিত সেমি ফাইনালে মতো। সেই কথা মাথায় রেখেই উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে আজ, বৈঠকে বসছে বিজেপির জাতীয় কর্মসমিতি। গত সপ্তাহে প্রকাশিত বেশ কিছু উপনির্বাচনের ফলে দেখা গিয়েছে কিছু জায়গায় নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করেছে কংগ্রেস। তবে এখনও বিরোধী দল গুলিকে নিয়ে সেই রকম কোন চিন্তার কারণ দেখছে না বিজেপি। তাসত্ত্বেও আজকের বৈঠকে পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ ও রাজস্থানে বিজেপির হার নিয়ে পর্যালোচনা হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন BJP National Executive Meeting:কী হবে উত্তর প্রদেশ সহ ৫ রাজ্যে ভোটের মন্ত্র? রবিবাসরীয় সকালে বৈঠকে বসছে বিজেপি

Next Article