Supreme Court of India: সুপ্রিম স্বস্তি! যোগীর বিরুদ্ধে ‘বিদ্বেষমূলক মন্তব্য’ মামলা খারিজ শীর্ষ আদালতের

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 26, 2022 | 12:57 PM

Yogi Adityanath: রায়দানের সময় বিচারপতি রবিকুমার বলেন, "বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয় না নিষেধজ্ঞা জারি করার বিষয়ে কোনও আইনি প্রশ্ন তোলার প্রয়োজন রয়েছে।

Supreme Court of India: সুপ্রিম স্বস্তি! যোগীর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য মামলা খারিজ শীর্ষ আদালতের
ছবি: ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ২০০৭ সালে বিদ্বেষমূলক মন্তব্য মামলায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে দায়ের হওয়া আবেদন শুক্রবার খারিজ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। প্রধান বিচারপতি এনভি রমানা, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ বুধবার রায়দান স্থগিত রাখার পর শুক্রবার এই মামলা খারিজ করেছেন। রায়দানের সময় বিচারপতি রবিকুমার বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয় না নিষেধজ্ঞা জারি করার বিষয়ে কোনও আইনি প্রশ্ন তোলার প্রয়োজন রয়েছে। সেই কারণে আবেদন খারিজ করে তবে। তবে আইনের রাস্তা খোলা রয়েছে।”

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন পরভেজ পরওয়াজ নামের এক ব্যক্তি। শীর্ষ আদালতের কাছে দায়ের করা আবেদনে তিনি জানিয়েছিলেন, ২০০৭ সালে গোরক্ষপুরে হিন্দ যুব বাহিনীর সভায় বক্তব্য রাখার সময় তৎকালীন সাংসদ যোগী আদিত্যনাথ মুসলিম-বিরোধী মন্তব্য করেছিলেন। উত্তর প্রদেশ সরকার ২০১৭ সালে এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে নিষেধজ্ঞা জারি করতে অস্বীকার করে। এর বিরুদ্ধে আবেদনকারী প্রথমে এলাহবাদ হাইকোর্ট এবং পরবর্তী পর্যায়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এই মামলার রায়দানে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল, তদন্ত পরিচালনায় বা বিচারের অনুমোদন দিতে অস্বীকার করার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে কোনও পদ্ধতিগত ত্রুটি খুঁজে পায়নি। উল্লেখ্য, গোরক্ষপুর থানায় তৎকালীন সাংসদ যোগী আদিত্যনাথ ও অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাদের বিরুদ্ধে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল।

Next Article