বিদেশি হয়েও করানো যায় Aadhaar Card! কী কী ডকুমেন্ট লাগবে?

Aadhaar Card For Foreigner: ভারতের পাসপোর্ট নেই, এমনকি ওসিআই কার্ড না থাকলেও আপনি আধার কার্ড পেতে পারেন। অর্থাৎ, যে কোনও বিদেশিই ভারতের আধার কার্ড তৈরি করতে পারেন। আধার আইনই বলছে এই কথা।

বিদেশি হয়েও করানো যায় Aadhaar Card! কী কী ডকুমেন্ট লাগবে?
বিদেশিরাও পেতে পারেন আধার!

Nov 03, 2025 | 1:21 PM

আধার কার্ড, ভারতের একাধিক পরিচয় পত্রের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নথি। এই আধার কার্ড কিন্তু ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এই বলছে ভারতের আধার আইন। একই কথা আদালতেও বারে বারে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এর পিছনে একটা বড় কারণ হল, বিদেশিরাও কিন্তু ভারতের বৈধ আধার কার্ড হোল্ডার হতে পারেন। কীভাবে জানেন?

প্রবাসীদের আধার কার্ড

এমন অনেক ভারতীয় রয়েছেন যাঁদের ভারতের পাসপোর্ট নেই। কিন্তু ভারতে আসার জন্য তাঁদের ভিসাও লাগে না। অর্থাৎ, ওসিআই কার্ড হোল্ডার বা ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া কার্ড রয়েছে তাঁদের। তাঁরা কিন্তু চাইলে আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন। ওসিআই কার্ড হোল্ডাররা ভারতে চাকরি করতে পারেন। সম্পত্তিও কিনতে পারেন। তবে তাঁরা ভারতে কোনও ধরনের কৃষিজমি কিনতে পারেন না।

১৮২ দিনের নিয়ম?

ভারতের পাসপোর্ট নেই, এমনকি ওসিআই কার্ড না থাকলেও আপনি আধার কার্ড পেতে পারেন। অর্থাৎ, যে কোনও বিদেশিই ভারতের আধার কার্ড তৈরি করতে পারেন। আধার আইন বলছে, যে কোনও বিদেশি নাগরিক, ওসিআই কার্ড হোল্ডার, নেপাল ও ভূটানের নাগরিকরা, ভারতীয় ভিসা হোল্ডার বা লং টার্ম ভিসা হোল্ডাররা আধারের আবেদন করার আগের ১ বছরের মধ্যে অন্তত ১৮২ দিন ভারতে থাকলে তবেই তাঁরা আধার কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন।

কী কী কাগজপত্র লাগবে?

ওসিআই কার্ডধারীদের জন্য প্রমাণপত্র বা ডকুমেন্টস আলাদা। পরিচয়ের প্রমাণপত্র হিসাবে তাঁদের বৈধ ওসিআই কার্ড ও তাঁর বিদেশী পাসপোর্ট দিতে হবে। এর সঙ্গে ঠিকানার প্রমাণপত্র হিসাবেও ভারতীয় ঠিকানার বৈধ নথি প্রয়োজন। ইউআইডিএআইয়ের একটি তালিকা রয়েছে, সেই তালিকা অনুযায়ী একটি নথি দিলেই এই ক্ষেত্রে হয়ে যাবে।

এই আধারের মেয়াদ কত দিন?

ওসিআই কার্ড হোল্ডারদের জন্য আধার কার্ডের মেয়াদ হল তালিকাভুক্তির তারিখ থেকে ১০ বছর। অন্য কোনও ভিসা বা লং-টার্ম ভিসা থাকলে সেই ভিসার মেয়াদের সঙ্গেই শেষ হয়ে যায় আধারের মেয়াদ। ১২-সংখ্যার এই আধার কার্ড ভারতে বসবাসকারী ওই বক্তির পরিচয় ও ঠিকানার অন্যতম প্রমাণপত্র। যার সঙ্গে যুক্ত থাকবে তাঁর বায়োমেট্রিক তথ্যও। বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রবাসী ভারতীয়দের জন্য ভারতে থাকা ও এই দেশে কাজ করাকে অনেক সহজ করে তুলেছে।