লাক্ষাদ্বীপ: সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট মলদ্বীপ’। ভারতের সঙ্গে মলদ্বীপের কূটনৈতিক টানাপোড়েন শুরু হতেই পড়শি দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন অনেকে। এখনও অবধি ১৪ হাজারেরও বেশি টিকিট ক্যানসেল হয়েছে মলদ্বীপের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারের পরই সবাই এখন ছুটছেন লাক্ষাদ্বীপে। গুগল জুড়ে ট্রেন্ডিং লাক্ষাদ্বীপ। বিগত ২০ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে লাক্ষাদ্বীপ নিয়ে সার্চে। তবে “উঠল বাই কটক যাই”-র মতোই কিন্তু ইচ্ছে হলে লাক্ষাদ্বীপে চলে যেতে পারবেন না। লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য প্রয়োজন বিশেষ পারমিটের। কীভাবে পাবেন এই পারমিট, জানেন?
দেশের অংশ হলেও, লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য প্রয়োজন হয় বিশেষ পারমিটের। এই তথ্য সম্পর্কে অনেকেই জানেন না। তবে চিন্তা নেই, লাক্ষাদ্বীপের পারমিটের আবেদন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই এই পারমিটের আবেদন করতে পারেন।
প্রসঙ্গত, লাক্ষাদ্বীপে মোট ৩৬টি দ্বীপ রয়েছে, কিন্তু এর মধ্যে কয়েকটি দ্বীপেই পর্যটকদের যাওয়ার অনুমতি রয়েছে।
লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য ২০০ টাকা পারমিট ফি জমা দিতে হবে। ৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ৫০ টাকা এবং ১২ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে ১০০ টাকা পারমিট ফি জমা দিতে হবে।