
ভুবনেশ্বর: পুরীর জগন্নাথ মন্দিরে অনাচার। এত বছর ধরে যে কাজ নিষিদ্ধ, তা করতে গিয়েই ধরা পড়লেন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে মন্দিরে। প্রশ্ন উঠেছে, নিছকই মজা নাকি এর পিছনে ছিল অন্য কোনও ভয়ঙ্কর উদ্দেশ্য?
পুরীর জগন্নাথ মন্দিরের ভিতর থেকে আটক করা হয়েছে এক যুবককে। ধৃত যুবক গোপনে মন্দিরের ছবি তুলছিল এবং ভিডিয়ো রেকর্ড করছিল। তাও আবার মোবাইল বা ক্য়ামেরার মাধ্যমে নয়, চশমায় থাকা স্পাই ক্যামের মাধ্যমে। এতেই সন্দেহ আরও বেড়েছে।
সকলেই জানে, পুরী মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ। সেই কারণে মোবাইল নিয়েও প্রবেশ করা যায় না মন্দিরে। তবে এক যুবক গোপনে ছবি-ভিডিয়ো তুলছিল মন্দিরের। ধৃত যুবকের নাম অভিশিত কর। ভুবনেশ্বরের বাসিন্দা সে।
ওই যুবক মঙ্গলবার ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন। তাঁর আচরণ দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। তাঁকে কাছে ডাকা হয়। এরপর তাঁর দিকে ভাল করে তাকাতেই সত্যিটা বেরিয়ে আসে। দেখা যায়, রে ব্য়ানের মেটা ওয়েফার চশমা পরেছিল ওই যুবক, যাতে ক্যামেরা লাগানো থাকে। ফোনের সঙ্গে যুক্ত থাকে এই ক্যামেরা। এই স্পাই ক্যামেরা দিয়ে লাইভ সম্প্রচারও করা যায়।
ধৃত যুবক কেন স্পাই ক্যামেরা দিয়ে ছবি তুলছিলেন, সে সম্পর্কে কিছু জানাননি। তাঁকে আটক করেছে পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ। এই ভিডিয়ো কাউকে পাঠানোর পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।