স্টেশনের শৌচালয় থেকে চুঁইয়ে বেরচ্ছিল রক্ত, ভিতরে মেঝেতে পড়ে সদ্য যুবতী, তার পাশে রক্ত দিয়েই লেখা…

Rail Station: বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ওই যুবতী স্টেশনের মহিলা শৌচালয়ে যায়। সেখানে একটি কিউবিকলে ঢোকে। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে যুবতী শৌচাগার থেকে না বেরনোয় সাফাইকর্মী জিআরপি-কে খবর দেয়। 

স্টেশনের শৌচালয় থেকে চুঁইয়ে বেরচ্ছিল রক্ত, ভিতরে মেঝেতে পড়ে সদ্য যুবতী, তার পাশে রক্ত দিয়েই লেখা...
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Mar 07, 2025 | 10:28 AM

মুম্বই: দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন, সেখানেই  মহিলা শৌচালয়ের ভিতরে যা দৃশ্য দেখা গেল, তাতে শোরগোল পড়ে গেল গোটা স্টেশনেই। আতঙ্কে সিঁটিয়ে যাত্রীরা। মহিলা শৌচালয়ের ভিতরে পাওয়া গেল এক যুবতীকে। তাঁর হাতের শিরা কাটা। পাশে রক্ত দিয়েই লেখা ‘আই অ্যাম সরি’।

বৃহস্পতিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ রেল স্টেশনের শৌচালয় থেকেই এক যুবতীকে উদ্ধার করা হয়। তাঁর নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ১৮ বছর। জিআরপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ওই যুবতী স্টেশনের মহিলা শৌচালয়ে যায়। সেখানে একটি কিউবিকলে ঢোকে।

প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে যুবতী শৌচাগার থেকে না বেরনোয় সাফাইকর্মী জিআরপি-কে খবর দেয়।  জিআরপি এসে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে। পরে কিউবিকলের উপর দিয়ে উঁকি দিতেই দেখে, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। অচৈতন্য অবস্থায় যুবতী পড়ে রয়েছে। তার পাশে রক্ত দিয়েই লেখা আই অ্যাম সরি।

সঙ্গে সঙ্গেই যুবতীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আইসিসিইউ-তে ভর্তি যুবতী। তাঁর কথা বলার মতো অবস্থা নেই।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যুবতী নিজেই তাঁর হাতের শিরা কেটেছে। কিন্তু কী কারণে স্টেশনের শৌচালয়ে ঢুকে এমন কাণ্ড ঘটাল, তা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।