Tiger Attack: প্রস্রাব করতে গিয়ে বাঘের হানায় মৃত্যু যুবকের
Tiger Attack: রাতের অন্ধকারে নর্দমায় প্রস্রাব করতে গিয়েছিলেন। তখনই বাঘের হানায় মৃত্যু হয় যুবকের।
উমারিয়া: বাঘের হানায় মৃত্যু ২২ বছরের এক যুবকের। মধ্য প্রদেশের উমারিয়া জেলায় বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পে শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। গতকাল রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে কোনও সময়ে ঝোঁপের কাছে একটি নর্দমায় প্রস্রাব করতে গিয়েছিলেন। সেই সময় বাঘের হানার মুখে পড়েন।
২২ বছর বয়সী অনুজ বৈগ। কুম্ভাই গ্রামের বাসিন্দা তিনি। গতকাল রাতে প্রস্রাব করতে চামকুই নর্দমার কাছে যান অনুজ। আর সেই জায়গা থেকে অদূরেই ঝোঁপের মধ্যে লুকিয়ে ছিলেন বাঘ বাবাজি। অনুজকে দেখেই ঝাঁপিয়ে পড়ে সেই বাঘ। মানপুর পুলিশ স্টেশন ইন-চার্জ সুন্দ্রেশ সিং মারাভি জানিয়েছেন, ব্যাঘ্র প্রকল্পের মানপুর বাফার জ়োনে এই শনিবার রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে এই ঘটনা ঘটেছে।
তবে গতকাল এই ঘটনার কোনও টেরই পাননি স্থানীয় বাসিন্দারা। আজ সকাল ৫ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে দেখেন নর্দমার কাছে পড়ে রয়েছে যুবকের দেহ। তারপর পুলিশ ও বন দফতরকে জানান তাঁরা। মানপুর পুলিশ স্টেশন ইন-চার্জ বলছেন, যুবকের দেহের উপরের অংশ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে পুরো। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বন আধিকারিকরা।