কেউ ভাবতেও পারেনি, ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে কাকিমার সঙ্গেই এই কাজ করাতে বাধ্য করা হল যুবককে!

Affairs: মিথিলেশ কুমার মুখিয়া, বছর চব্বিশের ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর এবং জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, তাও আবার যুবকের কাকিমার সঙ্গেই!

কেউ ভাবতেও পারেনি, ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে কাকিমার সঙ্গেই এই কাজ করাতে বাধ্য করা হল যুবককে!
যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর ও জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ।Image Credit source: X

|

Jul 09, 2025 | 1:40 PM

পটনা: বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন, হঠাৎ এসে একদল লোক তুলে নিয়ে গেল। তারপর লোহার রড দিয়ে বেধড়ক মারধর করল ঘণ্টার পর ঘণ্টা ধরে। ধরে বেঁধে জোর করে কাকিমার সিঁথিতে সিঁদুর দিতে বাধ্য করা হল যুবককে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মিথিলেশ কুমার মুখিয়া, বছর চব্বিশের ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর এবং জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, তাও আবার যুবকের কাকিমার সঙ্গেই! মাতব্বরদের দাবি, ওই যুবকের তাঁর কাকিমার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হতেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে বিহারের সুপল জেলায়। গত ২ জুলাই একদল যুবক এসে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায় মিথিলেশকে। সোজা তাঁর কাকা, শিবচন্দ্র মুখিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ব্যাপক মারধর করা হয় এবং পরে কাকিমার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়।

মিথিলেশের বাবার দায়ের করা অভিযোগ অনুযায়ী, শিবচন্দ্রের স্ত্রী রীতা দেবীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে মিথিলেশের, এই সন্দেহেই যুবককে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।  গ্রামবাসীরা বাধ্য করে মিথিলেশকে তাঁর কাকিমাকে সিঁদুর পরাতে। তাঁরা বাধা দিতে গেলে, তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

গ্রামেরই কয়েকজন পুলিশে খবর দেন। পুলিশ আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় মিথিলেশকে উদ্ধার করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরারিয়ার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। আক্রান্ত যুবকের বয়ান রেকর্ড করার চেষ্টা চলছে।