AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Youtube: ইউটিউবে দেখা যাচ্ছে না ভিডিয়ো? সার্ভার ডাউন নাকি অন্য সমস্যা?

Youtube: এদিন বিকাল ৩টে নাগাদ ৮০ শতাংশ ব্যবহারকারী ভিডিয়ো দেখতে এবং ইউটিউবে আপলোড করতে সমস্যার সম্মুখীন হন। তবে, শুধুমাত্র ভারতীয় ব্যবহারকারীরা ইউটিউবের এই সমস্যার সম্মুখীন হচ্ছেন নাকি বিশ্বব্যাপী ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তা স্পষ্ট নয়।

Youtube: ইউটিউবে দেখা যাচ্ছে না ভিডিয়ো? সার্ভার ডাউন নাকি অন্য সমস্যা?
জোর শোরগোল সোশ্যাল মিডিয়ায়
| Updated on: Feb 27, 2024 | 8:46 PM
Share

কলকাতা: ফেসবুক থেকে টুইটার, সাম্প্রতিককালে একাধিকবার সার্ভার ডাউনের খবর সামনে এসেছে। এবার একই রোগ বিশ্বখ্যাত ভিডিয়ো স্ট্রিম প্ল্যাটফর্ম ইউটিউবে। যা নিয়ে এদিন বিকাল থেকেই দীর্ঘ সময় শোরগোল চলল ভারতের ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে। ব্যবহারকারীদের একটা বড় অংশের অভিযোগ, ভিডিয়ো আপলোড করার পর সেগুলি অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে। ব্যাক এন্ডে আপলোড চললেও তা শেষ হওয়ার পরেও মূল চ্যানেলগুলিতে আর সেগুলি দেখা যাচ্ছে। সূত্রের খবর, এদিন বিকাল ৩টে নাগাদ ১০০ জনেরও বেশি ইউটিউব ব্যবহারকারী এই অভিযোগ জানান। 

Downdetector-এর মতে, এদিন বিকাল ৩টে নাগাদ ৮০ শতাংশ ব্যবহারকারী ভিডিয়ো দেখতে এবং ইউটিউবে আপলোড করতে সমস্যার সম্মুখীন হন। তবে, শুধুমাত্র ভারতীয় ব্যবহারকারীরা ইউটিউবের এই সমস্যার সম্মুখীন হচ্ছেন নাকি বিশ্বব্যাপী ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তা স্পষ্ট নয়। এই ডাউনডিটেক্টর আদপে একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের বিভিন্ন ওয়েবসাইট এবং পরিষেবার বর্তমান অবস্থা সম্পর্কে রিয়েল-টাইম তথ্য প্রদান করে।

এদিকে ইউটিউবে সমস্যা শুরু হতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায় অন্যান্য একাধিক প্ল্যাটফর্মে। টুইটারে ক্ষোভে উগরে দিতে দেখা যায় অনেককেই। একজন X হ্যান্ডেলে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘ইউটিউব সার্ভার ডাউন নাকি অন্য কোন সমস্যা হচ্ছে দয়া করে বলুন। আমি লাইভে যাই, শর্টস আপলোড করি কিন্তু চ্যানেল এবং ইউটিউব স্টুডিওতে কিছুই দেখানো হচ্ছে না।’ এদিন বিকাল থেকেই এ ধরনের একাধিক পোস্টে ছেয়ে যায় এক্স হ্যান্ডেল। ট্রেন্ডিং হতে শুরু করে ইউটিউব ডাউন, ইউটিউব ক্রিয়েটর এবং ইউটিউব ইন্ডিয়ার মতো হ্যাশট্যাগগুলি। তবে যখন এই প্রতিবেদনটি লেখা হচ্ছে তখনও পর্যন্ত এ বিষয়ে ইউটিউবের তরফে কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি।