Agastya Chauhan Death: রাস্তায় ঝড় তুলেছিলেন বাইকে, গতির নেশাই কাড়ল ইউটিউবারের প্রাণ

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

May 05, 2023 | 11:26 PM

Agastya Chauhan Death: জানা গিয়েছে, বুধবার আগ্রা থেকে দিল্লি আসছিলেন অগস্ত্য। গোটা রাস্তাই তিনি অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন। সেই গতিই কেড়ে নিল তাঁর প্রাণ।

Agastya Chauhan Death: রাস্তায় ঝড় তুলেছিলেন বাইকে, গতির নেশাই কাড়ল ইউটিউবারের প্রাণ
৩০০ কিমি প্রতি ঘণ্টার ঝড় বইছিল রাস্তায়

Follow Us

নয়া দিল্লি: ঝড়ের গতিতে বাইক চালানোই ছিল তাঁর নেশা। সেই নেশাকে হাতিয়ার করেই পেয়েছিলেন জনপ্রিয়তা। সুপারবাইকে (Superbike) চড়ে বানাতেন তাঁর ভ্রমণের নানা ভিডিয়ো। একাধিক সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্মে তাঁর জনপ্রিয়তা ছিল দেখার মতো। শুধুমাত্র ইউটিউবেই তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল ১২ লক্ষের বেশি। কথা হচ্ছে ‘বাইক রাইডার’ তথা ‘ইউটিউবার’ অগস্ত্য চৌহানকে (YouTuber Agastya Chauhan) নিয়ে। তবে এই গতির নেশাই কেড়ে নিল তাঁর প্রাণ। ঘণ্টায় ৩০০ কিলিমিটার গতিতে বাইক ছোটাতে গিয়ে চিরতরে থেমে গেল জীবন।

‘Pro Rider 1000’ নামে তাঁর একটি ইউটিউব চ্যানেল ছিল। সেখান থেকেই বাইক নিয়ে তাঁর করা নানা কারিকুরির ভিডিয়ো পোস্ট করতেন ২৫ বছরের অগস্ত্য। কিন্তু, গত বুধবার যমুনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাওয়ার সময় আর ঘরে ফেরা হল না অগস্ত্যর। পুলিশ সূত্রে খবর, আগ্রা থেকে দিল্লি যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়ের ৪৭ কিলোমিটার মাইলস্টোনের কাছে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়েন। গাড়ির তীব্র গতির জেরে বাইক থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন ওই যুবক। ভেঙে যায় মাথার হেলহেট। মারাত্মক চোট লাগে শরীরের একাধিক জায়গায়।

দুর্ঘটনার খবর পেয়ে আসে পুলিশ। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে, বুধবার আগ্রা থেকে দিল্লি আসছিলেন অগস্ত্য। গোটা রাস্তাই তিনি অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন। বিদেশি যে কোম্পানির বাইকটি তিনি  ব্যবহার করেন সেটি সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। অগস্ত্য সর্বোচ্চ গতিতেই বাইকটিকে ছোটানোর চেষ্টা করেন। আর সেই গতিই কেড়ে নিল তাঁর প্রাণ। অগস্ত্যর অকাল প্রয়াণে শোকের ছায়া তাঁর অনুরাগী মহলে।

Next Article