নয়া দিল্লি: দিন যত গড়াচ্ছে, সময় যত বাড়ছে ততই প্রকাশ্যে আসছে পাক গুপ্তচর জ্যোতি রানি মালহোত্রার কীর্তি। ভারতের ‘আন্ডারকভার’ এজেন্ট সম্পর্কে জানতে জ্যোতিকে হাতিয়ার করেছিল পাক গুপ্তচর সংস্থা? গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, ISI অফিসারের সঙ্গে হোয়াটস অ্যাপ চ্যাটের ঠিক তেমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে।
ঠিক কী কী কথা হয়েছে?
ইন্ডিয়া টু’ডের খবর অনুযায়ী, জানা যাচ্ছে ISI হ্যান্ডলার আলি হাসানের সঙ্গে জ্যোতি যে চ্যাট করেছিলেন তা পেয়ে গিয়েছেন ভারতের গোয়েন্দারা। সংশ্লিষ্ট চ্যাটে নাকি লেখা আছে, ‘তুমি যখন আর্টারি বর্ডার ক্রশ করছ, সেই সময় কি আন্ডার কভার এজেন্টকে দেখতে পেয়েছ?‘ জ্যোতি আবার লিখছেন, ‘না না তেমন কাউকে চোখে পড়েনি‘। সূত্রের খবর, এরপর ফের আলি হাসান তাঁকে জিজ্ঞাসা করছেন, ‘আর্টারি বর্ডারে প্রোটোকল মেনে কেউ কি দেখা করেছিল তোমার সঙ্গে?’ পাল্টা জ্যোতির উত্তর, ‘না না সব ওকে আছে। ঠিক আছে।‘ এরপর আলির প্রশ্ন, ‘আর্টারি তে কিন্তু আন্ডারকভার এজেন্ট আছে। তুমি চিনতে পারছ কি না দেখো…‘,জ্যোতি বলছেন, ‘না আমি বুঝতে পারছি না।’ আলি আবার বলছেন, ‘ওইখানে একজন আছেন আন্ডারকভার এজেন্ট আছে। তাকে তুমি ঘরে নিয়ে যাও। তারপর নিজের কাজ চালিয়ে যাও।‘ জ্যোতি আবার লিখছেন, ‘না দেখতে পাওয়া যাচ্ছে…কিন্তু সেকি পাগল নাকি?‘
ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদন তরফে আরও জানা গিয়েছে, পাকিস্তানি ISI এজেন্টের সঙ্গে জ্য়োতির করা যে সকল হোয়াটসঅ্যাপ চ্যাটে একটি কোড ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়েছে।ইতিমধ্যেই পঞ্জাব-হরিয়ানা থেকে পাক চর সন্দেহে গ্রেফতার করা হয়েছে জ্যোতি রানি-সহ মোট ১২ জন। যার জেরে চাপে পড়েছে সেই এলাকার পুলিশ-প্রশাসন।
প্রতিবেদনটি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে লেখা।
নয়া দিল্লি: দিন যত গড়াচ্ছে, সময় যত বাড়ছে ততই প্রকাশ্যে আসছে পাক গুপ্তচর জ্যোতি রানি মালহোত্রার কীর্তি। ভারতের ‘আন্ডারকভার’ এজেন্ট সম্পর্কে জানতে জ্যোতিকে হাতিয়ার করেছিল পাক গুপ্তচর সংস্থা? গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, ISI অফিসারের সঙ্গে হোয়াটস অ্যাপ চ্যাটের ঠিক তেমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে।
ঠিক কী কী কথা হয়েছে?
ইন্ডিয়া টু’ডের খবর অনুযায়ী, জানা যাচ্ছে ISI হ্যান্ডলার আলি হাসানের সঙ্গে জ্যোতি যে চ্যাট করেছিলেন তা পেয়ে গিয়েছেন ভারতের গোয়েন্দারা। সংশ্লিষ্ট চ্যাটে নাকি লেখা আছে, ‘তুমি যখন আর্টারি বর্ডার ক্রশ করছ, সেই সময় কি আন্ডার কভার এজেন্টকে দেখতে পেয়েছ?‘ জ্যোতি আবার লিখছেন, ‘না না তেমন কাউকে চোখে পড়েনি‘। সূত্রের খবর, এরপর ফের আলি হাসান তাঁকে জিজ্ঞাসা করছেন, ‘আর্টারি বর্ডারে প্রোটোকল মেনে কেউ কি দেখা করেছিল তোমার সঙ্গে?’ পাল্টা জ্যোতির উত্তর, ‘না না সব ওকে আছে। ঠিক আছে।‘ এরপর আলির প্রশ্ন, ‘আর্টারি তে কিন্তু আন্ডারকভার এজেন্ট আছে। তুমি চিনতে পারছ কি না দেখো…‘,জ্যোতি বলছেন, ‘না আমি বুঝতে পারছি না।’ আলি আবার বলছেন, ‘ওইখানে একজন আছেন আন্ডারকভার এজেন্ট আছে। তাকে তুমি ঘরে নিয়ে যাও। তারপর নিজের কাজ চালিয়ে যাও।‘ জ্যোতি আবার লিখছেন, ‘না দেখতে পাওয়া যাচ্ছে…কিন্তু সেকি পাগল নাকি?‘
ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদন তরফে আরও জানা গিয়েছে, পাকিস্তানি ISI এজেন্টের সঙ্গে জ্য়োতির করা যে সকল হোয়াটসঅ্যাপ চ্যাটে একটি কোড ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়েছে।ইতিমধ্যেই পঞ্জাব-হরিয়ানা থেকে পাক চর সন্দেহে গ্রেফতার করা হয়েছে জ্যোতি রানি-সহ মোট ১২ জন। যার জেরে চাপে পড়েছে সেই এলাকার পুলিশ-প্রশাসন।
প্রতিবেদনটি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে লেখা।