
মুম্বই: বাড়িতে সিসিটিভি ক্যামেরা অনেকেই লাগিয়ে রাখেন। কিন্তু সেই ক্যামেরা যদি বুমেরাং হয়ে ফেরে! ভুল হাতে পড়লে আপনার গোপনীয়তা যে কোনও সময় বারোয়ারি হয়ে যেতে পারে। ঠিক যেমনটা হয়েছে এক ইউটিউবারের সঙ্গে। ওই ইউটিউবার ঘরে লাগিয়ে রেখেছিলেন সিসিটিভি ক্যামেরা। তাঁর বাড়ির সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে চলে গিয়েছিল সাইবার ক্রিমিনালদের হাতে। তা যেতেই ইউটিউবারের নগ্ন অবস্থার ছবি-ভিডিয়ো, গোপন মুহূর্তের দৃশ্য ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। বন্ধুর থেকে তা জানতে পারার পর মুম্বইয়ের ওই ইউটিউবার বান্দ্রা (পশ্চিম) থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ওই সব ভিডিয়োয় দেখা গিয়েছে, নগ্ন হয়ে ঘুরছেন ওই ইউটিউবার। বাথরুম থেকে নগ্ন হয়ে বেরনোর সময় তাঁর মা-বোনও তাঁকে দেখতে পাচ্ছেন। এ ছাড়াও বেছে বেছে ইউটিউবারের নগ্ন ছবিই ছড়ানো হয়েছে নেটদুনিয়ায়। তাঁর ছবি ছড়িয়ে পড়ার কথা এক বন্ধু ফোন করে জানান ওই ইউটিউবারকে। এর পরই অভিযোগ দায়ের হয়।
জানা গিয়েছে, ১৭ নভেম্বর ইউটিউবারের বাড়ির সিসিটিভি হ্যাক করে ওই সব ভিডিয়ো-ছবি নেওয়া হয়েছে। অপরিচিত কোনও ব্যক্তি সিসিটিভির অ্যাক্সেস পেয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা।