নয়াদিল্লি: দেহগঠনে সাহায্য করে জিঙ্ক। সেই মৌলের পরিমাণ শরীরে বৃদ্ধি করতে এক যুবক যা করেছেন, তাতে রীতিমতো হতবাক চিকিৎসকরা। জানা গিয়েছে, শরীরের জিঙ্কের পরিমাণ বাড়াতে কয়েন, ম্যাগনেট বা চুম্বক খেয়েছেন ওই যুবক। দিল্লির গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা ব্যক্তির পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করেছেন ৩৯টি কয়েন এবং ৩৭টি ম্যাগনেট। ওই যুবকের বয়স ২৬ বছর। তবে তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন দিল্লির ওই হাসপাতালের চিকিৎসকরা।
২৬ বছরের ওই যুবক বার বার বমি এবং পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে। প্রায় ২০ দিন ধরে এই অসুবিধায় ভুগছিলেন তিনি। কিছু খেতেও পারছিলেন না তিনি। এই সব সমস্যা নিয়েই হাসপাতালের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি)-তে দেখিয়েছিলেন ওই যুবক। তখন তাঁর পরিবারের লোকেরা জানিয়েছিলেন, কয়েন খাওয়ার অভ্যাস রয়েছে অসুস্থ যুবকের। এর পর এক্স-রে করেন চিকিৎসকরা। তাতে দেখা যায় ওই যুবকের পেটে গিজগিজ করছে কয়েন এবং ম্যাগনেট। এমনকি সেগুলি অন্ত্রকে রীতিমতো বন্ধ করে দিয়েছে। তাই অস্ত্রোপচার করে দ্রুত সেগুলি বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই মতো হয় অস্ত্রোপচার।
এই অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের পেটে ১, ২ এবং ৫ টাকার মোট ৩৯টি কয়েন ছিল। এ ছাড়া বিভিন্ন আকারের ৩৯টি ম্যাগনেট রয়েছে। তা বের করার পর পর্যবেক্ষণে রাখা হয়েছিল ওই রোগী। তবে এখন তিনি সুস্থ ভাবে বাড়ি চলে গিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে জিঙ্ক বাড়াতেই এই কাজ করেছিলেন ওই যুবক।