আইজল: না ফেরার দেশে চলে গেলেন জিয়োনা চানা (Ziona Chana)। মিজোরামের (Mizoram) এই মানুষটিকে অনেকে চেনেন। কারণ তিনিই বিশ্বের সব থেকে বড় পরিবারের প্রধান ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। মিজোরামের সেরচিপ জেলার বক্তওয়াং ল্যাংনুয়াম গ্রামের বাসিন্দা। মিজোরামে পর্যটকরা বেড়াতে গেলে তাকেও দেখতে যেতেন। পৃথিবীর মায়া ত্যাগ করে পরলকে চলে গেলেন তিনি।
জিয়োনা চানার ৩৮ জন স্ত্রী ও ৮৯ জন সন্তান। বৃহৎ একটি পরিবারের প্রধান ছিলেন তিনি। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা একটি টুইট বার্তায় লিখেছেন, জিয়োনা চানাকে হারাল মিজোরাম। ৩৮ জন স্ত্রী ও ৮৯ জন সন্তান জিয়োনার। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
রবিবার দুপুরে মারা যান তিনি। জানা গিয়েছে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ জনিত কারণে কিছুদিন ধরেই ভুগছিলেন। আইজলে নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জন্ম ১৯৪৫ সালে ২১ জুলাই। ১৭ বছর বয়সে প্রথম বিয়ে।
চানা পাওল নামের এক খ্রিস্টান গোষ্ঠীর প্রধান ছিলেন জিয়োনা চানা। এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তাঁরই বাবা। এখন তাঁর পরিবারের সদস্য সংখ্যা ১৮০। গ্রামের মধ্যে চারতলা বাড়ি বানিয়ে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।