SSC Recruitment Case: বাতিল হল ‘১০২’ জন অযোগ্য প্রার্থীর নিয়োগপত্র, বুধেই চাকরি পাবেন ‘বঞ্চিত’রা

SSC Recruitment Case: ১০২ জনের সুপারিশ আগেই বাতিল করা হয়েছিল। এবার তাঁদের নিয়োগপত্র বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ।

SSC Recruitment Case: বাতিল হল '১০২' জন অযোগ্য প্রার্থীর নিয়োগপত্র, বুধেই চাকরি পাবেন 'বঞ্চিত'রা
আচার্য সদন
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2023 | 11:24 AM

কলকাতা : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অবশেষে সরছেন ‘অযোগ্যরা’। র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ার অভিযোগ ছিল যাঁদের বিরুদ্ধে, সেরকম ১০২ জনের নিয়োগপত্র বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। তাঁদের সুপারিশ আগেই বাতিল করা হয়েছিল। এবার বাতিল হল নিয়োগপত্র (Appointment Letter)। সেই জায়াগায় বুধবারই নিয়োগপত্র দেওয়া হবে ৫১ জনকে। যাঁরা বঞ্চিত হয়েছিলেন বলে অভিযোগ, তেমন ৬৫ জনকে ডাকা হয়েছিল। তাঁদের মধ্যে থেকেই বুধবার নিয়োগপত্র নেবেন ৫১ জন।

অযোগ্য প্রার্থীদের নামের তালিকা হিসেবে ১৮৩ জনের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। পরে জানা যায়, তার মধ্যে ১০২ জন চাকরিতে যোগ দেননি। সেই ১০২ শূন্যপদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি-র তরফে জানানো হয়, ১০২ জনকে কাউন্সেলিং-এর জন্য ডাকা সম্ভব নয়, কারণ ওয়েটিং লিস্টে মাত্র ৬৫ জনের নাম আছে। আদালতের নির্দেশেই ১০২ জনের সুপারিশ বাতিল করা হয়েছিল। মঙ্গলবার তাঁদের নিয়োগপত্রও বাতিল করা হল। ফলে নতুন নিয়োগে আর কোনও বাধা রইল না।

২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি-র নবম-দশমে ওই নিয়োগ হয়েছিল। প্রায় ৬৬৩ দিন ধরে আন্দোলনের পর অবশেষে চাকরি মিলছে বঞ্চিতদের। এত বছর পরে হলেও চাকরিটা তো পাচ্ছেন, এটাতেই খুশি তাঁরা। তবে দুর্নীতির কারণে যে এতগুলো বছর নষ্ট হল, সে কথা ভুলতে পারছেন না তাঁরা।

শুধু নবম-দশম নয়, প্রাথমিকের ক্ষেত্রে এমন অনেক নিয়োগ বাতিল হয়েছে আদালতের নির্দেশে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য সহ অনেকে।