
কলকাতা: মানব পাচার মামলায় এবার উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে দুজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা এনআইএ। মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অমল কৃষ্ণ মণ্ডল এবং আমির আলি শেখকে গ্রেফতার করেছেন এনআইএ-র গোয়েন্দারা। সূত্রের খবর, মাস কয়েক আগে ভুবনেশ্বরে এক নাবালিকাকে উদ্ধার করে ওড়িশা পুলিশ। অভিযোগ, অবৈধভাবে সীমান্ত পার করে তাঁকে ভারতে নিয়ে আসা হয়েছিল। প্রথমে কলকাতা, তারপর কটক।
ওই নাবালিকার সঙ্গে কথা বলে মানবপাচার চক্রের হদিশ পায় পুলিশ। যোগ থাকার তথ্য সামনে আসতেই তদন্ত শুরু করেন এনআইএ-র গোয়েন্দারা। তদন্তে নেমে এক দম্পতির নাম জানতে পারেন গোয়েন্দারা। ওই দম্পতি আদতে বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।
এই মানব পাচার চক্রের জাল কতদূর বিস্তৃত, তা তদন্ত করতে গিয়ে তাঁদের আর্থিক লেনদেন খতিয়ে দেখেই গাইঘাটার বাসিন্দা অমলকৃষ্ণ মন্ডল এবং বনগাঁর বাসিন্দা আমির আলী শেখের যোগ উঠে আসে। আমির আলী শেখ বৈদেশিক মুদ্রা লেনদেনের কাজের সঙ্গে যুক্ত। অমলকৃষ্ণ গাইঘাটার বাসিন্দা। অভিযোগ, সীমান্ত পার করে নিয়ে আসার পর থাকার ব্যবস্থা করে দিতেন এই অমল।
ভুবনেশ্বর থেকে আসা এনআইএ টিম শনিবার অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। পরে তাঁদের ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বর নিয়ে যায় এনআইএ। ধৃতদের থেকে মোবাইল, পাসপোর্ট সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। ধৃতদের বাংলদেশে লেনদেনের তথ্য হাতে পেয়েছেন এনআইএ গোয়েন্দারা। সেই সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে।