Howrah: শালিমার স্টেশনে মানব পাচার? হাতেনাতে ধরল রেল পুলিশ
Howrah: জানা গিয়েছে, বিহারের আরারিয়া জেলার ছয় নাবালককে পাচার করতে শালিমার স্টেশনে নিয়ে আসে দুই যুবক। অভিযুক্তদের নাম নিতিশ কুমার (২১) এবং বাবুল কুমার (২০)। তাঁরা দুজনেই বিহারের বাসিন্দা।

হাওড়া: কাজের টোপ দিয়ে দুই শিশুকে ওড়িশা পাচারের চেষ্টা। দুই বিহারেরই বাসিন্দার বিরুদ্ধে উঠল এ হেন অভিযোগ। তবে রেল পুলিশের সহায়তায় পাচারের আগেই শালিমার স্টেশন থেকে উদ্ধার ছ’জন নাবালক। গ্রেফতার দুই পাচারকারী।
জানা গিয়েছে, বিহারের আরারিয়া জেলার ছয় নাবালককে পাচার করতে শালিমার স্টেশনে নিয়ে আসে দুই যুবক। অভিযুক্তদের নাম নিতিশ কুমার (২১) এবং বাবুল কুমার (২০)। তাঁরা দুজনেই বিহারের বাসিন্দা। অভিযুক্তদের শালিমার স্টেশনে ধৌলি এক্সপ্রেস ধরে ওড়িশার জাজপুরে যাচ্ছিল।
সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুই যুবকের সঙ্গে ছ’জন নাবালককে শালিমার স্টেশনের এক নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন লোকজন। সেই সময় কর্তব্যরত আরপিএফ আধিকারিকদের সন্দেহ হয়। তারাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
এরপর জিজ্ঞাসাবাদের সময় ওই দুই যুবক আরপিএফ আধিকারিকদের জানায় বারো হাজার টাকা মাসিক বেতনে জাজপুরের কেয়নঝরে ছেলেগুলিকে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ওই নাবালকগুলিদের আদতে ককোথায় নিয়ে যাওয়া হচ্ছে কিছুই জানতেন না।
প্রাথমিক তদন্তে আরপিএফ-এর অনুমান মানব পাচারের উদ্দেশ্যে ওই নাবালক ছেলেগুলিকে ওড়িশায় নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের থেকে সাতটি ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে। আরপিএফ ধৃত যুবকদের শালিমার জিআরপির হাতে তুলে দেয়। তাদের বিরুদ্ধে পাচার এবং শিশু সুরক্ষা আইনে মামলা শুরু করেছে পুলিশ। নাবালকদের নিরাপদ আশ্রয় পাঠানো হয়েছে।

