Newtown police station: নিউটাউন থানার ভিতরেই মদ্যপদের দাপাদাপি! মহিলা সাব ইন্সপেক্টরের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২

Newtown police station: এলাকার বাসিন্দারাই গাড়িতে থাকা দুই যুবককে পাকড়াও করে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেতেই ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। পুলিশের সামনেও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

Newtown police station: নিউটাউন থানার ভিতরেই মদ্যপদের দাপাদাপি! মহিলা সাব ইন্সপেক্টরের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২
গ্রেফতার ২ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 15, 2025 | 4:25 PM

নিউটাউন: থানার ভিতরেই মহিলা সাব ইন্সপেক্টরের শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ঠিক কী ঘটেছিল নিউটাউন থানার ভিতরে? পুলিশ সূত্রে খবর, শুক্রবার দোলের সন্ধ্যায় ২ মদ্যপ যুবক গাড়ি নিয়ে সেক্টর ফাইভের দিক থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল। রাস্তাতেই বেসামাল হয়ে যায় গাড়ি। ধাক্কা মারে একটি পাঁচিলে। ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়।  

এলাকার বাসিন্দারাই গাড়িতে থাকা দুই যুবককে পাকড়াও করে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেতেই ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। পুলিশের সামনেও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, যেভাবে গাড়িটা চলছিল তাতে যে কোনও সময় ঘটে যেতে পারতো বড় দুর্ঘটনা। বিক্ষোভের মধ্য থেকেই দুই যুবককে আটক করে নিয়ে নিয়ে আসা হয় নিউটাউন থানায়। আনা হয় তাঁদের ভাঙাচোরা গাড়িও। কিন্তু, ঘটনার তখনও অনেক বাকি! 

অভিযোগ থানাতে এসেও থামেনি যুবকদের বেয়াদপি। সেই সময় থানায় থাকা কর্তব্যরত ডিউটি অফিসার তাঁদের নাম জিজ্ঞেস করেন। অভিযোগ, তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে দুই যুবক। ওই মহিলা অফিসারের গায়ে পর্যন্ত হাত দেয়, মারধর করে। পোশাকের দড়ি ধরে টানাটানি করা হয় বলেও অভিযোগ। পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়ে শুক্রবারই। এদিনই ধৃতদের বারাসত আদালতে তোলা হচ্ছে।