কলকাতা: কলকাতার (Kolkata) বিবাদী বাগ এলাকা থেকে ২৫.৮ লক্ষ আফগানি (Afghanistan) মুদ্রা সহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করল শুল্ক দফতর। কোথা থেকে এত আফগানি মুদ্রা পেলেন এই দুই ব্যবসায়ী? নেপথ্যে কি বড় কোন চক্র রয়েছে? শনিবার গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
সূত্রের খবর, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ডালহৌসি এলাকায় অভিযান চালান শুল্ক দফতরের অফিসাররা। সেখানে পাকড়াও করা হয় দুই ব্যক্তিকে। জানা যায়, কলকাতার বাসিন্দা ওই দুই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ২৫.৮ লক্ষ টাকার আফগানি মুদ্রা মেলে। এর পর দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে শুল্ক দফতর। এদিকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে শুল্ক দফতরের অফিসাররা জানতে পারেন তাঁরা কলকাতাতেই ব্যবসা করলেও এই মুদ্রা এসেছে নদিয়া থেকে। ধৃতরা জিজ্ঞাসাবাদে জানান, নদিয়ার রানাঘাটের হাওয়ালা কারবারিদের মাধ্যমে তাঁরা এই বিপুল পরিমাণ আফগানি মুদ্রা পেয়েছেন।
শুল্ক দফতর সূত্রে খবর, রানাঘাটের ২ জন হাওয়ালা কারবারির কাছ থেকে এই আফগান মুদ্রা আসে কলকাতায়। সেখান থেকেই ধৃতদের হাতে এসে পৌঁছেছে। কিন্তু কোথা থেকে এ রাজ্যের হাওয়ালা কারবারিরা এত আফগানি মুদ্রা পেল তা নিয়েই প্রশ্ন উঠেছে। শুল্ক দফতর এই চক্রের সঙ্গে কোনও আফগানের যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছে। অবশ্য শুল্ক দফতরের নিয়ম অনুযায়ী, এক কোটি টাকার নিচে কোন মুদ্রা-সহ গ্রেফতার হলে ধৃতরা জামিন পেয়ে যান। এক্ষেত্রেও দুই ব্যবসায়ী জামিন পেয়েছেন। কিন্তু তদন্তে তাঁদের সহায়তা করতে হবে এই শর্তেই জামিন দেওয়া ওই দুই ব্যবসায়ীকে।
উল্লেখ্য, আফগানিস্তান ছেড়ে প্রচুর ভারতীয় দেশে ফিরছেন। এ রাজ্যেোও তাঁদের ঘরে ফিরছেন রুজিরুটির খোঁজে কাবুলে যাওয়া শয়ে শয়ে মানুষ। এঁদের মধ্যে কেউ কি এই হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
প্রসঙ্গত, তালিবানরা (Taliban) আফগানিস্তান (Afghanistan) দখল করতে পারলে তারা কেন বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে মন্দির ভাঙতে পারবে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই সব পোস্ট করে বাংলাদেশিদের উৎসাহিত এবং একজোট করার চেষ্টা করা বাংলাদেশির সাতক্ষীরার এক যুবক গ্রেফতার হয়েছে। এবং সেটা এ রাজ্যেই। বুধবারই কলকাতার অদূরে বসিরহাট সীমান্ত থেকে ওই যুবককে গ্রেফতার করে বিএসএফ (BSF)।
পুলিশ সূত্রে খবর, এদিন বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে কোন বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশ পালানোর সময় এক যুবককে গ্রেফতার করা হয়। এমন তালিবানি সমর্থকরা এ দেশে নাশকতার ছক করতে পারে বলে সন্দেহ রয়েছে গোয়েন্দা বাহিনীর। এই প্রেক্ষিতে খোদ কলকাতার বুকে এত আফগানি মুদ্রা উদ্ধারের ঘটনাকে একেবারেই হাল্কাভাবে নিচ্ছে না প্রশাসন। তদন্তে বড় কোনও চক্র আছে কিনা খতিয়ে দেখা শুরু হয়েছে। আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার তদন্তে প্রথম গ্রেফতার ২, আরও ১০ টি এফআইআর দায়ের সিবিআইয়ের