
কলকাতা: মহাসমারোহে উদ্বোধন হয়ে গিয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের। বাংলার সব মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে প্রসাদ। একইসঙ্গে প্রসাদ যাবে ভারতের বিখ্যাত মানুষদের বাড়িতেও। দিঘা থেকেই মন্দির উদ্বোধনের সময় তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগকে এই দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রসাদ ও জগন্নাথ দেবের ছবি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন কাউন্সিলর। এদিন এই ছবিই দেখা গেল রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে।
এদিন সকাল থেকে জগন্নাথ দেবের মূর্তি হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ বিতরণ করলেন বিধাননগর কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই। সূত্রের খবর, ইতিমধ্যেই দিঘা থেকে ২ লক্ষ প্যাকেট প্রসাদ এসে পৌঁছে গিয়েছে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে।
ওই প্রসাদই এদিন নিজ হাতে বাড়ি বাড়ি পৌঁছে দিতে শুরু করলেন এলাকার কাউন্সিলর। তাঁর এলাকা বাদ দিয়েও আশপাশের পৌরসভা ও পঞ্চায়েত এলাকাগুলিতেও দ্রুত প্রসাদ বিতরণ করা হবে বলে জানালেন ইন্দ্রনাথ বাগুই। তিনি বলেন, “বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য কালই নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই আমরা কাজ শুরু করে দিয়েছি। রাজহাট-গোপালপুরের সবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রসাদের মধ্যে মূলত খাজাই রয়েছে।”