Dumdum Park: দমদম পার্কে মদ্যপদের হাতে আক্রান্ত যুবক-যুবতী, পুলিশের জালে ২

Abdul Aziz | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 06, 2024 | 10:18 AM

Kolkata: বেলগাছিয়ার বাসিন্দা কৌশিক সরকার (১৮)। তাঁর সঙ্গে ছিল তাঁর আরও এক বান্ধবী। অভিযোগ, দমদম পার্ক এলাকায় কিছু যুবক মদ্যপ অবস্থায় তাদের কটূক্তি করে। তরুণীকে ঠেলে ফেলা হয় বলে অভিযোগ। কৌশিক বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

Dumdum Park: দমদম পার্কে মদ্যপদের হাতে আক্রান্ত যুবক-যুবতী, পুলিশের জালে ২
দমদম পার্কে শ্লীলতাহানি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: বাঁকুড়াতে যখন নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সেই সময় কলকাতাতেও মদ্যপ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত যুবক-যুবতী। মঙ্গলবার সন্ধেয় টিউশন থেকে ফেরার পথে কয়েকজন মদ্য়প যুবক তাঁদের উদ্দেশ্যে কটূক্তি করে। বেধড়ক মারধর করারও অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের হলে গ্রেফতার হয় দু’জন।

বেলগাছিয়ার বাসিন্দা কৌশিক সরকার (১৮)। তাঁর সঙ্গে ছিল তাঁর আরও এক বান্ধবী। অভিযোগ, দমদম পার্ক এলাকায় কিছু যুবক মদ্যপ অবস্থায় তাদের কটূক্তি করে। তরুণীকে ঠেলে ফেলা হয় বলে অভিযোগ। কৌশিক বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত তরুণ-তরুণী পরিবারের লোকজনকে নিয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে যান। কাউন্সিলর তাদেরকে নিয়ে লেকটাউন থানায় যায়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে একটি হোটেল থেকে আটক করেছে। হোটেলে বেআইনি কার্যকলাপ হয় বলে অভিযোগ করছেন আক্রান্ত তরুণের বাবা। স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ বসাকের অভিযোগ,যে হোটেল থেকে দু’জন আটক করা হয়েছে, সেই হোটেলের মালিক বিজেপি নেতা আমরজিত ঝাঁ। বিশ্বজিৎ বসাক বলেন, “একজন তরুণ-তরুণী নিয়ে যাচ্ছিল। সেই সময় তাঁদের বেধড়ক করে এলাকার দুজন যুবক। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।”

Next Article