AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GD Birla School Case: জিডি বিড়লায় পড়ুয়ার যৌন নির্যাতনের মামলায় দুই শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

GD Birla School Case: ওই নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে আদালত।

GD Birla School Case: জিডি বিড়লায় পড়ুয়ার যৌন নির্যাতনের মামলায় দুই শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Mar 31, 2023 | 4:36 PM
Share

কলকাতা : দুই শিক্ষককে দোষী সাব্যস্ত করা হয়েছিল আগেই। এবার সেই মামলাতেই সাজা ঘোষণা করল আদালত। ২০১৭ সালে এক ৪ বছরের শিশুকে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে কলকাতার জিডি বিড়লা স্কুলে। সেই ঘটনায় উত্তাল হয়েছিল শহর। পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন অভিভাবকেরা। প্রায় ৬ বছর পর সেই ঘটনায় সাজা ঘোষণা করা হল।

পকসো আইনের ৬ নম্বর ধারায় ও ৩৭৬/ডি অর্থাৎ গণধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে ৬ মাসের জেল হবে অভিযুক্তদের। এছাড়া ওই নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে আদালত।

২০১৭ সালের নভেম্বর মাসের ওই ঘটনার পর যাদবপুর থানায় ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ওই নাবালিকার অভিভাবকেরা। পরে নির্যাতিতার গোপন জবানবন্দি দেওয়া হয়। করা হয় শারীরিক পরীক্ষাও।

ওই শিশুকে স্কুলের শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। স্কুল ছুটির পর অভিভাবকেরা স্কুলে গিয়ে দেখেন তাঁদের মেয়ে অঝোরে কাঁদছে। অভিভাবকেরা প্রথমটায় বুঝতে পারেননি। মেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ভেবে শিশুকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। পরে জানতে পারেন, নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়, তার জেরেই এমন অবস্থা হয়েছে তাঁর। পরে তার মুখ থেকে সব শুনে ঘটনাটি স্পষ্ট হয় অভিভাবকদের কাছে। এই ঘটনায় স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। স্কুলের সামনে গিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পরে দুই শিক্ষককে গ্রেফতার করা হয়।