Heroin Smuggling: কলকাতা বন্দর থেকে ২০০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত গুজরাট ATS-র

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 09, 2022 | 8:22 PM

Heroin Smuggling: এই বছরের জুলাই মাসে, গুজরাট ATS কচ্ছ জেলার মুন্দ্রা বন্দরের কাছে একটি কন্টেইনার থেকে প্রায় ৩৭৬ কোটি টাকারও বেশি হেরোইন বাজেয়াপ্ত করে।

Heroin Smuggling: কলকাতা বন্দর থেকে ২০০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত গুজরাট ATS-র

Follow Us

কলকাতা: কলকাতা বন্দর থেকে উদ্ধার প্রায় ২০০ কোটি টাকার হেরোইন। গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS) এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের (DRI) যৌথ অভিযানেই এদিন এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, গত ফেব্রুয়ারি মাসে বন্দরে আসে একটি কন্টেনার। তারপর থেকে এটি এখানেই ছিল বলে জানা যাচ্ছে। আরব থেকে প্রায় ৭ হাজার টন মেটাল পার্টস আসে এই কন্টেনারে। তাতেই ছিল গিয়ার বক্স। তারমধ্যে লুকিয়েই আনা হয়েছিল এই বিপুল পরিমাণ হেরোইন (Heroin Smuggling)। 

সূত্রের খবর, গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে প্রথমে এই গিয়ার বক্সগুলি নজরে আসে। সূত্রের খবর, তার মধ্যেই লুকানো ছিল ৭২ প্যাকেট হেরোইন। ওজন ৩৯.৫ কোটি টাকা। ওয়াকিবহাল মহল সূত্রে খবর, উদ্ধার হওয়া হেরোইনের দাম ১৯৭.৫২ কোটি টাকা। গান্ধীনগরে গুজরাটের পুলিশের ডাইরেক্টর জেনারেল আশিস ভাটিয়া প্রথম এই তথ্য দিয়েছেন। পুলিশের তরফে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে দুবাইয়ের জেবেল আলি বন্দর থেকে একটি শিপিং কন্টেনারে পাঠানো হয়েছিল ৭,২২০ কিলোগ্রাম মেটাল পার্টস। তারমধ্যেই ১২টি গিয়ারবক্সের মধ্যে লুকিয়ে রাখা ছিল হেরোইনের প্যাকেটগুলি।

এদিকে ফেব্রুয়ারিতে এলেও এখনও কেন আচমকা খোঁজ পড়ল কন্টেনারটির? সূত্রের খবর, ব্যবসায়িক প্রয়োজনেই এইরকম বিশালাকার কন্টেনার বিভিন্ন বন্দরে স্টোর করা থাকে। তারপর সেগুলি অন্য দেশে রপ্তানি হয়ে যায় বা দেশের অন্দরে নানা বন্দরে চলে যায়। পুলিশের ধারনা কলকাতা বন্দরে থাকা কন্টেনারে করেই হেরোইনগুলি অন্য দেশের পাচারের ছক কষছিল পাচারকারীরা। কিন্তু, গোপন সূত্রে খবর পেয়ে পাচারকারীদের প্ল্য়ান সম্পূর্ণভাবে ভেস্তে দেয়  গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS) এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। সূত্রের খবর, উদ্ধার হওয়া ৩৬টি গিয়ার বক্সের মধ্যে ১২টির মধ্যে সাদা দাগ দেওয়া ছিল। এগুলি খুলতেই কার্যত ঝোলা থেকে বিড়াল বেরিয়ে আসে। তদন্তকারীদের হাতে উঠে আসে ৭২ প্যাকেট হেরোইন। প্রসঙ্গত, এই বছরের জুলাই মাসে, গুজরাট ATS কচ্ছ জেলার মুন্দ্রা বন্দরের কাছে একটি কন্টেইনার থেকে প্রায় ৩৭৬ কোটি টাকারও বেশি হেরোইন বাজেয়াপ্ত করে। সেবার উদ্ধার হয়েছিল ৭৫ কেজিরও বেশি হেরোইন। 

Next Article