Ram Navami Explained: জয় ‘রাম’ বাংলা! আজ ‘মিশে গেল’ তৃণমূল-বিজেপি

Ram Navami Explained: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও বলছেন, বাংলায় হিন্দু ঝড় আসছে। রাজনীতি রামময় হবে, আশাবাদী শুভেন্দুর সতীর্থ দিলীপ ঘোষেরও। ছাব্বিশেই রাম-রাজত্ব, অত্যন্ত আশাবাদী সুকান্ত মজুমদার।

Ram Navami Explained: জয় রাম বাংলা! আজ মিশে গেল তৃণমূল-বিজেপি
চর্চা চলছে পুরোদমে Image Credit source: Getty Images

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 06, 2025 | 8:10 PM

রাম নামে জোরদার রাজনীতি! কেউ বললেন হিন্দুরা জাগছে, কেউ বললেন দেরিতে হলেও জাগছে দেখে ভাল লাগছে। রামনবমী নিয়ে গোটা রাজ্যই এখন কার্যত হটস্পট হয়ে উঠেছে। রাজনীতির দড়ি টানাটানি থেকে রামনামে একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা। রামনবমী পালন এবার রাজ্যে এতটাই অগ্রাধিকার পেল যে, ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে আন্দোলনও আপাতত স্থগিত রাখল রাজ্যের প্রধান বিরোধী দল! শাসকদলও আগ্রহী রামনবমী উদযাপনে। বহু নেতাকেই দেখা গেল রাস্তায়। কেউ কেউ আবার বিজেপি বিধায়কদের সঙ্গে এক মিছিলেও হাঁটলেনও। যা দেখে কেউ বললেন রাজনৈতিক ‘সম্প্রতি’। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও বলছেন, বাংলায় হিন্দু ঝড় আসছে। রাজনীতি রামময় হবে, আশাবাদী শুভেন্দুর সতীর্থ দিলীপ ঘোষেরও। ছাব্বিশেই রাম-রাজত্ব, অত্যন্ত আশাবাদী সুকান্ত মজুমদার। দিনভর অস্ত্রের ঝনঝনানি  ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন