
কলকাতা: একুশের সভা চলাকালীনই আচমকা অসুস্থ হয়ে পড়লেন কীর্তি আজাদ। অচৈতন্য হয়ে পড়েন তিনি। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তখন সবে শেষ করেছেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বক্তৃতা রাখতে উঠেছেন। দুপুর দেড়টার কিছুক্ষণ পড় সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় সাংসদ শতাব্দী রায়কে। প্রশ্ন করা হলে তিনি জানান, ভীষণ অসুস্থ বোধ করছেন।
তার কিছুক্ষণের মধ্যেই জানা যায়, সভাস্থলে অচৈতন্য হয়ে পড়েছেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সঙ্গে সঙ্গেই সভাস্থলের বাইরে আনা হয় অ্যাম্বুলেন্স। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সের ভিতরে রয়েছেন সাংসদ মহুয়া মৈত্রও।
তবে এরপর থেকেই প্রচণ্ড গরমে একে একে অনেকেই অসুস্থ হতে শুরু করেন। অসুস্থ হয়ে পড়েন মদন মিত্রও। আজ সকাল থেকে প্রচণ্ড রোদ। বাতাসে আপেক্ষিত আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। আর্দ্রতা বেশি থাকায় ঘামও হচ্ছে প্রচণ্ড। এই প্রতিবেদন যখন পরিবেশন করা হচ্ছে, সে মুহূর্তে পরপর সভাস্থলে ঢুকছে অ্যাম্বুলেন্স। অসুস্থদের অ্যাম্বুলেন্সে করে বের করে নিয়ে যাওয়া হচ্ছে।