21 July: একশো দিনের কাজের মতোই বাংলায় চালু হবে ‘খেলা হবে’ প্রকল্প, ঘোষণা মমতার

21 July: মঞ্চ থেকেই একশো দিনের কাজ নিয়ে নতুন কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিজতে ভিজতে মমতা হুঙ্কার দিলেন, "বাংলায় একশো দিনের কাজ। বাংলার সরকারের টাকায় হবে। প্রোগ্রামটার নাম দেব 'খেলা হবে'।"

21 July:  একশো দিনের কাজের মতোই বাংলায় চালু হবে খেলা হবে প্রকল্প, ঘোষণা মমতার
একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 21, 2023 | 2:26 PM

কলকাতা: ইস্যু একটাই। বাংলায় একশো দিনের কাজ। একশো দিনের টাকা আদায়ে একুশের মঞ্চ থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে দিল্লি চলোর ডাক দিয়েছেন। আর সেই মঞ্চ থেকেই একশো দিনের কাজ নিয়ে নতুন কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিজতে ভিজতে মমতা হুঙ্কার দিলেন, “বাংলায় একশো দিনের কাজ। বাংলার সরকারের টাকায় হবে। প্রোগ্রামটার নাম দেব ‘খেলা হবে’।”

বাংলায় বন্ধ একশো দিনের কাজ টাকা। থমকে দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্যদের রোজগার। কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার রাজ্যের শাসকশিবির। অভিষেকের দেওয়া তথ্য অনুসারে, রাজ্যে এখনও পর্যন্ত বকেয়া একশো দিনের টাকা ১ লক্ষ ১৫ হাজার কোটি। প্রাপ্য আদায়ে দিল্লিতে যাওয়ার ডাক দিয়েছেন অভিষেক।
পঞ্চায়েত নির্বাচনে ভোট ব্যাঙ্ক আরও সুদৃঢ় হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন রাজ্যের আরও এক নতুন প্রকল্প। নাম ‘খেলা হবে’ । কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে না থেকে বাংলা ‘একার পায়ে’ দাঁড়িয়ে নিজেই করাবে কাজ। রীতিমতো চ্যালেঞ্জের সুরে মমতা বললেন, “যতদিন আপনি একশো দিনের কাজের টাকা আমাদের ফেরত না দিচ্ছেন, মানুষ কি কাজ করবে না? করবে। আমি আমাদের দলের পক্ষ থেকে একটা অনুরোধ পেয়েছি। আমিও সেটা নিয়ে ভাবছি।” তিনি জানিয়ে দিলেন, “একশো দিনের কাজ বন্ধ করলেও মনে রাখবেন, আমরা আমাদের কাজ দিয়ে জব কার্ড হোল্ডারদের ২৬ দিনের কাজ করিয়ে দিয়েছি। আমরা যদি ২৬ দিনের কাজ করাতে পারি। তাহলে মনে রাখবেন, বাংলা নিজের পায়ে দাঁড়িয়ে ১০০ দিন না হলেও, ৪০-৫০ দিনের কাজ করাতেই পারে।”

মমতা ঘোষণা করলেন, “একটা কর্মসূচি আমরা আগামী দিন নেব। বাংলায় একশো দিনের কাজ। বাংলার সরকারের টাকায় হবে। প্রোগ্রামটার নাম দেব ‘খেলা হবে’। গরিব মানুষ যাতে কাজ পায়, তা মাথায় রেখেই এই কর্মসূচি। ”

যদিও এই একশোর দিনের কাজের টাকা নিয়ে রাজ্যের শাসকশিবির যে ইস্যু করছে, তার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঞ্চায়েত নির্বাচনের মাঝেই মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, “একশো দিনের কাজের টাকা আটকানো হয়নি, আটকানো হয়েছে চুরি।” আর সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি।