Road accident: পিছন থেকে দ্রুতগতিতে এসে স্কুটিতে ধাক্কা ট্রাকের, রাস্তায় ছিটকে পড়লেন ৩ জন, তখনই…

Road accident: জানা গিয়েছে, এদিন সন্ধেয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে স্কুটিতে করে যাচ্ছিলেন এক দম্পতি ও তাঁদের বছর ষোলোর কন্যা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দ্রুতগতিতে আসা একটি ট্রাক পিছন থেকে স্কুটিতে ধাক্কা মারে। স্কুটি থেকে নিচে ছিটকে পড়েন ওই দম্পতি ও তাঁদের কন্যা।

Road accident: পিছন থেকে দ্রুতগতিতে এসে স্কুটিতে ধাক্কা ট্রাকের, রাস্তায় ছিটকে পড়লেন ৩ জন, তখনই...
দুর্ঘটনাস্থলে পুলিশ

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 16, 2025 | 10:38 PM

দমদম: স্কুটির পিছনে ট্রাকের ধাক্কা। গুরুতর জখম অবস্থায় স্কুটির ৩ আরোহীকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না। রবিবার সন্ধেয় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে এয়ারপোর্ট তিন নম্বর গেটের সামনে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, এদিন সন্ধেয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে স্কুটিতে করে যাচ্ছিলেন এক দম্পতি ও তাঁদের বছর চোদ্দোর কন্যা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, স্কুটিতে থাকা তিনজন সার্ভিস রোড থেকে ফ্লাইওভার ধরার জন্য পার হচ্ছিল। উল্টোদিকে দক্ষিণেশ্বরের দিক থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে। স্কুটি থেকে নিচে ছিটকে পড়েন ওই দম্পতি ও তাঁদের কন্যা। ট্রাকের গতি এতটাই ছিল যে টালক ব্রেক কষলে তা ওই তিনজনকে ধাক্কা মেরে বেশ কিছুটা এগিয়ে যায়।

দুর্ঘটনার পর আহত তিনজনকে বারাসত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম জয়দীপ দাশগুপ্ত (৫১), নিপা দাশগুপ্ত (৪১) এবং সৃজনী দাশগুপ্ত(১৪)। জয়দীপবাবু পেশায় শিক্ষক ছিলেন। দুর্গানগরে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। তাঁদের আদি বাড়ি বিরাটির নবজীবন কলোনিতে।

পুলিশ ট্রাকটিকে আটক করেছে। ঘাতক ট্রাকের চালক মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, দুর্ঘটনার পর ওই এলাকায় যানজট হয়। বিমানবন্দরমুখী যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে ট্র্যাফিক পুলিশ দ্রুততার সঙ্গে যানজট স্বাভাবিক করার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এখানে বেপরোয়াভাবে যান চলাচল করে।