
কলকাতা: নির্মীয়মান বহুতলের একটি লিফটের গর্ত থেকে উদ্ধার তিন বছরের শিশুর দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৪/৫১ কনভেন্ট লেন এন্টালি থানা এলাকায়। বুধবার রাতে ওই এলাকার একটি নির্মীয়মান বহুতলের লিফটের গর্ত থেকে উদ্ধার হয় ওই ৩ বছরের শিশুর দেহ। এলাকায় প্রোমোটারের ভূমিকা নিয়ে বাড়ছে ক্ষোভ। সন্তানের মৃত্যুর বিচার চাইছে পরিবার। লিফটের গর্ত কেন অরক্ষিত ছিল? উঠছে প্রশ্ন। এখনও পর্যন্ত অভিযোগ নেয়নি পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে ওই নির্মীয়মান আবাসনের ছাদ থেকে কাপড় আনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল শিশুটি। পরিবারের সদস্যরা আশপাশের সমস্ত জায়গায় খোঁজও করেন। কিন্তু তাকে খুঁজে না পাওয়ায়, বহুতলের লিফটের জন্য তৈরি করে রাখা গর্তে লাইট ফেলে দেখেন। দেখা যায়, অচৈতন্য অবস্থায় গর্তের মধ্যে পড়ে রয়েছে শিশুটি। দ্রুত তাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।
তিন বছরের শিশুর মৃত্যুতে বড়সড় প্রশ্নের মুখে শহর কলকাতার প্রোমোটার রাজ! অভিযোগ উঠছে, অধিক মুনাফা লাভের আশায় নির্মীয়মাণ বিল্ডিংয়ে নেই কোনও নিরাপত্তারক্ষী। সম্পূর্ণ খোলা লিফটের গর্ত, তাতে কোনও ঘেরাটোপও দেওয়া ছিল না বলে অভিযোগ। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার। এলাকার প্রোমোটারের কাছে বিচার চাইতে গিয়ে উল্টে হুমকির শিকার হয়েছেন শিশুটির বাবা। এলাকাবাসীর বক্তব্য, লিফটা ঘেরা থাকলেই আর এই ধরনের ঘটনা ঘটত না।
এক এলাকাবাসী বলেন, “এই গর্ত ঘিরে রাখা উচিত ছিল। আর সেটা প্রোমোটারেরই করা উচিত ছিল। কিন্তু কেন করেনি?” আরেক এলাকাবাসী বলেন, “রাতভর থানায় বসিয়ে রাখা হয়েছে। প্রোমোটাররা বাচ্চার বাবাকে পাল্টা শাসিয়েছে, যদি থানায় কিছু বলতে যাও, তাহলে তোমার বউয়েরই জেল হয়ে যাবে। বলছে, মা কেন বাচ্চা নিয়ে ওখানে গেছে? জামাকাপড় মেলতে গিয়েছিল, তাহলে বাচ্চা নিয়ে যাবে না?” ৩ বছরের শিশুর মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে এলাকায়।