AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কলকাতা পুরসভার ক্যাম্পে টিকা বিভ্রাট, মিলছে না ভ্যাকসিনের ৩০ টি ডোজ়ের হিসেব

Kolkata Municipal Corporation: কীভাবে হিসেবে গরমিল! এই নিয়েই এখন ধন্দে কর্তৃপক্ষ। বাকি ৩০ টি ডোজ়ই বা গেল কোথায়?

কলকাতা পুরসভার ক্যাম্পে টিকা বিভ্রাট, মিলছে না ভ্যাকসিনের ৩০ টি ডোজ়ের হিসেব
প্রতীকী চিত্র। অলংকরণ-অভীক দেবনাথ
| Updated on: Jun 29, 2021 | 6:37 PM
Share

কলকাতা: ভুয়ো ভ্যাকসিন কেলেঙ্কারির মধ্যেই কলকাতা পুরসভার টিকাকরণ চলার সময় দেখা গেল বিরাট বিভ্রাট। কোনও হিসেব পাওয়া যাচ্ছে না কোভিড ভ্যাকসিনের ৩০ টি ডোজ়ের। খাতায় কলমে ১৪১ জন টিকা পেলেও দেখা মেশিনে দেখা গেল, ১৭১ টি টিকা দেওয়া হয়েছে। কীভাবে হিসেবে গরমিল! এই নিয়েই এখন ধন্দে কর্তৃপক্ষ। বাকি ৩০ টি ডোজ়ই বা গেল কোথায়? তারও কোনও সদ্দুত্তর মেলেনি। টিকা বিভ্রাট নিয়ে প্রয়োজনে পুরসভা পুলিশের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ।

গোটা শহরজুড়েই সুপার স্প্রেডারদের চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে তাঁদের আগে টিকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে পুরসভা। সেই মতো মঙ্গলবার উল্টোডাঙার এক কমিউনিটি হলেও চলে টিকাকরণ। ভ্যাকসিন দেওয়া শেষে দেখা যায়, মোট প্রাপকদের সঙ্গে ১৪১। কিন্তু, যখন মেশিনের লিস্ট বের করে আনা হয়, সেখানে দেখা যায় মোট টিকা পেয়েছেন ১৭১ জন। এখানেই প্রশ্ন, এই বাকি ৩০ জন ব্যক্তি কোত্থেকে এলেন? যদি না-ই এসে থাকেন, সেক্ষেত্রে বাকি ৩০ টি ডোজ় গেল কোথায়?

খবর পেয়েই ঘটনাস্থলে যান তিন নম্বর বরোর কো-অর্ডিনেটর অনিন্দ্য রাউৎ। পৌঁছে তিনি জানান, এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। ৩০ জন কোথা থেকে বাড়তি হল এবং তা মেশিনে কীভাবে সংযুক্ত হল, সেটাই এখন চিন্তার বিষয় সকলের কাছে। পুরসভার অন্দরমহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে, এভাবেই কি পুরসভার ভেতর থেকে টিকা চুরির ঘটনা ঘটছে?

আরও পড়ুন: দেশে আসছে চতুর্থ ভ্যাকসিন, তবে সবার জন্য নয়

অতীন ঘোষ অবশ্য মনে করছেন, কোনও সাইবার বিভ্রাট হয়ে থাকতে পারে। তাঁর কথায়, “মনে হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি বিভাগে কোনও হ্যাকিং হয়ে থাকতে পারে। সেই মতো সংশ্লিষ্ট বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যেই আমরা উচ্চপর্যায়ে অভিযোগ জানিয়েছি। সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে পুলিশের কাছেও অভিযোগ জানানো হবে।”

আরও পড়ুন: শুভেন্দু ৩, দিলীপ ১! বিজেপির বৈঠকে পেশ রাজনৈতিক প্রস্তাব