Fraud Case: রাজারহাটের রিসর্টে রুম বুক করতে গিয়ে প্রতারণার শিকার কোস্ট গার্ডের কমান্ডান্ট

Rajarhat: রাজারহাট (Rajarhat) এলাকায় এক অভিজাত স্পা রিসর্টে রুম বুক করতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়েছিলেন কোস্ট গার্ডের ওই কমান্ডান্ট। সেই নিয়ে রাজারহাট থানায় অভিযোগও জানিয়েছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত চার জন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Fraud Case: রাজারহাটের রিসর্টে রুম বুক করতে গিয়ে প্রতারণার শিকার কোস্ট গার্ডের কমান্ডান্ট
প্রতীকী ছবি

| Edited By: Soumya Saha

Jun 06, 2023 | 2:06 PM

কলকাতা: ঘুরতে গিয়ে ফোনে যোগাযোগ করে হোটেল বুক (Hotel Booking) করেন? তাহলে আরও সতর্ক হোন। কাকে টাকা দিচ্ছেন, তিনি আদৌ ওই হোটেলের সঙ্গে যুক্ত কি না, তা ভালভাবে যাচাই করে তবে পরবর্তী পদক্ষেপ করুন। না-হলে যে কোনও মুহূর্তে প্রতারণার ফাঁদে (Fraud Case) পড়তে পারেন আপনি। এমনই এক প্রতারণা চক্রের শিকার হয়েছেন কোস্ট গার্ডের এক অফিসার। রাজারহাট (Rajarhat) এলাকায় এক অভিজাত স্পা রিসর্টে রুম বুক করতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়েছিলেন তিনি। গত ১৭ এপ্রিল এই বিষয়ে রাজারহাট থানায় লিখিত অভিযোগ জানান কোস্ট গার্ডের ওই কমান্ডান্ট। সেই অভিযোগের ভিত্তিতে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত চার জন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা যাচ্ছে, ওই অভিজাত স্পা রিসর্টে রুম বুক করার জন্য সাকিব নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন উপকূলরক্ষী বাহিনীর ওই কমান্ডান্ট। সেই মতো সাকিব নামে ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে রুম বুক করার জন্য অগ্রিম টাকাও পাঠিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পরে যখন তিনি রিসর্টে পৌঁছান, তখন তাঁকে বলা হয়, তাঁর নামে কোনও রুম বুকিং নেই। সেই সময় তিনি সাকিব নামে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে, সে মিরাজ নামে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলায় কোস্ট গার্ডের ওই অফিসারকে। মিরাজ নামে ওই ব্যক্তি তখন কোস্ট গার্ডের কমান্ডান্টের থেকে রুম বুকিং করিয়ে দেওয়ার জন্য আরও টাকার দাবি করে। তখন ওই অফিসার বুঝতে পারেন, প্রতারকদের খপ্পরে পড়েছেন তিনি। এরপরই আর দেরি না করে রাজারহাট থানায় গিয়ে অভিযোগ জানান ওই অফিসার।

সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা, ৪০৬ ধারা ও ১২০ বি ধারায় মামলা রুজু করে প্রতারণার অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চালিয়ে ইতিমধ্যেই শেখ সাকিব ওরফে আফ্রিদি, আশরফ ইমাম, ইমরান ইমাম ও মিরাজুল মোল্লাকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। ধৃতদের মধ্যে মিরাজ উত্তর ২৪ পরগনার বাসিন্দা এবং বাকি তিনজন কলকাতার বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এইভাবে রিসর্টে বুকিং করিয়ে দেওয়ার নামে ওই চার ব্যক্তি লোকজনকে ঠকিয়ে টাকা হাতিয়ে নিত। ধৃতদের জেরা করে এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়ে উত্তর খোঁজার চেষ্টা করছেন রাজারহাট থানার পুলিশকর্মীরা।