Cheating: ম্যানেজার পরিচয়ে ফোন এলেই সাবধান, জালিয়াতির বড় চক্রে যোগ ব্যাঙ্ক আধিকারিকদের

Cheating: গত ২৩ জুলাই বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করে ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জানানো হয়, ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে তাদের গ্রাহকদের হোয়াটসঅ্যাপ কল, SMS কিংবা ফোন করে KYC অসম্পূর্ণ আছে বলে, আরও তথ্য জানতে চাওয়া হয়।

Cheating: ম্যানেজার পরিচয়ে ফোন এলেই সাবধান, জালিয়াতির বড় চক্রে যোগ ব্যাঙ্ক আধিকারিকদের
গ্রেফতার করা হয়েছে বেসরকারি ব্যাঙ্কের পাঁচ আধিকারিককেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 23, 2025 | 7:05 PM

কলকাতা: সর্ষের মধ্যেই ভূত। গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখাই তাঁদের কাছ। অথচ প্রতারণা চক্রের সঙ্গে হাত মিলিয়ে গ্রাহকদের প্রতারণা করার অভিযোগ উঠল একটি বেসরকারি ব্যাঙ্কের একাধিক আধিকারিকের বিরুদ্ধে। ওয়েস্ট বেঙ্গল সাইবার বিভাগ ওই বেসরকারি ব্যাঙ্কের পাঁচ আধিকারিককে গ্রেফতার করেছে।

গত ২৩ জুলাই বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করে ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জানানো হয়, ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে তাদের গ্রাহকদের হোয়াটসঅ্যাপ কল, SMS কিংবা ফোন করে KYC অসম্পূর্ণ আছে বলে, আরও তথ্য জানতে চাওয়া হয়। গ্রাহকদের প্রলুব্ধ করা হয় মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট, জীবন বিমা বা অন্য বিমা পলিসির টোপ দিয়েও। এভাবেই অনেকের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে ব্যাঙ্কে। বেসরকারি ওই ব্যাঙ্কই জানায়, এভাবে ২ কোটি ৪৭ লক্ষ টাকার প্রতারণা হয়েছে।

এরপর এই আড়াই কোটি টাকা প্রতারণা-মামলার তদন্ত শুরু করে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম বিভাগ। তদন্তে নেমে সর্ষের মধ্যেই ভূত খুঁজে পায় তারা। জানা যায়, ব্যাঙ্কেরই বড়-বড় পদে কাজ করা ব্যক্তিরাই এর নেপথ্যে। তাঁরাই প্রতারণার জাল বিছিয়েছেন। বাইরের প্রতারণা চক্রর সঙ্গে হাত মিলিয়ে গ্রাহকদের তথ্য হাতানোর কাজে লিপ্ত তাঁরা। এরপর গ্রেফতার করা হয় ওই বেসরকারি ব্যাঙ্কের ৫ আধিকারিককে।

ধৃত ওই পাঁচজনকে এদিন বিধাননগর আদালতে তুলে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় সাইবার ক্রাইম বিভাগ। বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জিজ্ঞাসা করে এই চক্রে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।