
কলকাতা: কলকাতার আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ জেএমবি জঙ্গির। কলকাতা পুলিশের এসটিএফ-এর তদন্ত শেষে বিচারক রোহন সিনহা পাঁচ জঙ্গির যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন। অভিযুক্তরা আদালতে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে বলে সূত্রের খবর।
২০১৬ সালে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল এই অভিযুক্তদের। মহম্মদ রুবেল, জাহিরুল ইসলাম, মহম্মদ শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন সহ পাঁচজনকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করে এসটিএফ (STF)।
এই পাঁচ অভিযুক্তের মধ্যে তিনজন বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল। বনগাঁ, বসিরহাট, অসম থেকে জেএমবি জঙ্গিদের গ্রেফতার করেছিল এসটিএফ। অনুমান করা হচ্ছে, উত্তর ২৪ পরগনায় ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এ দেশে প্রবেশ করেন এই জেএমবি সদস্যরা। একাধিক নাশকতার ছক ছিল তাঁদের।
দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়া শেষে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ওই পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে নগর দায়রা আদালত। বুধবার তাঁদের সাজা ঘোষণা করেন বিচারক রোহন সিংহ। ধৃতদের মধ্যে আনোয়ার এবং জবিরুল বাংলাদেশি। বিদেশি নাগরিক আইনেও তাঁদের দোষী সাব্যস্ত করেছেন বিচারক। যাবজ্জীবন কারাদণ্ড করার পাশাপাশি ওই ধারায় ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে পাঁচ জনের। অনাদায়ে তিন মাসের জেলের নির্দেশ।