TMC: এবার চণ্ডীপাঠ, ৫ হাজার ব্রাহ্মণ সমাগমে থাকতে পারেন মমতা: সূত্র

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Dec 06, 2023 | 12:01 AM

TMC: চলতি মাসেই ব্রিগেডে বসতে চলেছে গীতাপাঠের আসর। ২৪ ডিসেম্বরের সেই অনুষ্ঠানে থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চব্বিশের ভোটে হিন্দু ভোট ব্যাঙ্কে যাতে ঘুণ না ধরে সে দিকে সতর্ক তৃণমূল নেতৃত্ব। সে কারণেই চণ্ডীপাঠের মতো একটা কর্মসূচি শীঘ্রই নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

TMC: এবার চণ্ডীপাঠ, ৫ হাজার ব্রাহ্মণ সমাগমে থাকতে পারেন মমতা: সূত্র
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: গীতাপাঠের পাল্টা এবার চণ্ডীপাঠ। সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে কলকাতা বা পূর্ব মেদিনীপুরের কোথাও এই চণ্ডীপাঠের আসর শীঘ্রই বসতে পারে বলে সূত্রের খবর। একসঙ্গে থাকতে পারেন ৫ হাজার ব্রাহ্মণ। ইতিমধ্যেই এ বিষয়ে মন্ত্রী অখিল গিরি ও ফিরহাদ হাকিমের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। প্রসঙ্গত, চব্বিশের লোকসভার আগে জানুয়ারিতে অযোধ্যায় হতে চলে রাম মন্দিরের উদ্বোধন। অন্যদিকে বাংলায় ব্রিগেডে বসতে চলেছে গীতাপাঠের আসর। ২৪ ডিসেম্বরের সেই অনুষ্ঠানে থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চব্বিশের ভোটে হিন্দু ভোট ব্যাঙ্কে যাতে ঘুণ না ধরে সে দিকে সতর্ক তৃণমূল নেতৃত্ব। সে কারণেই চণ্ডীপাঠের মতো একটা কর্মসূচি শীঘ্রই নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। 

তবে ঠিক কোন জায়গায় এই আসর বসবে, কবে হবে সে বিষয়ে কিছুই চূড়ান্ত হয়নি বলে মনে করা হচ্ছে। তবে রানি রাসমনি রোডে এই আসর বসার প্রভূত সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে। তবে সেই সিদ্ধান্তে এখনই পড়েনি সিলমোহর। তবে সেখানে না হলে পূর্ব মেদিনীপুরের কোথাও বসতে পারে আসর। তবে যেখানেই হোক সেখানে ৫ হাজারের বেশি মানুষ যাতে একযোগে বসতে পারেন সেই দিকটি দেখা হচ্ছে।

সূত্রের খবর, অনুষ্ঠানে থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সবটাই এখনও আলোচনার স্তরে। সূত্রের খবর, শীঘ্রই ববি হাকিমের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চলেছেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের প্রতিনিধিরা। বৃহস্পতিবারের মধ্যেই দিনক্ষণ ঠিক হয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে। মন্ত্রী অখিল গিরি বলছেন, “ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ৫-১০ হাজার ব্রাহ্মণ চণ্ডীপাঠ করবে। সেটা আলোচনা করার জন্য ওরা বিধানসভাতে গিয়েছিল। ওদের সঙ্গে ববিরও কথা হয়েছে। ও বলেছে বৃহস্পতিবার অখিলের সঙ্গে কথা বলে আমরা সবটা জানাব। সেদিনই বাকি রূপরেখা ঠিক হবে।”

Next Article