কলকাতা: ক্ষোভ এবার বাঁধ ভাঙছে। এবার নতুন করে আন্দোলনের পথে আশা কর্মীরা। এদিন প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল কলকাতা পুরসভায়। পুরসভার সামনে ক্ষোভে ফেটে পড়লেন প্রায় ৫ হাজার আশা কর্মী। অভিযোগ, কেটেছে দীর্ঘ সময়। কিন্তু, তারপরেও বাড়েনি বেতন। যা আছে তাও নিয়মিত নয়। এই অবস্থার বদল চাই, চাই নিয়মিত বেতন। আর সেই দাবিতেই এদিন আশা কর্মীদের বিক্ষোভের ঢেউ উঠল কলকাতা পুরসভায়। অবরুদ্ধ হয়ে পড়ল কলকাতা পুরসভার সামনের রাস্তা।
শুধু বেতন জটই নয়, আশা কর্মীদের দাবি বেশ কিছুদিন ধরে তাঁদের ক্যাজুয়াল লিভও বন্ধ করে দেওয়া হয়েছে। তারও প্রতিবাদে এদিন পুরসভার চার নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। ব্যাপক উত্তেজনাও তৈরি হয় এলাকায়।
সূত্রের খবর, এদিন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রায় ৫ হাজার আশা কর্মী। তাঁদের অভিযোগ, গত বছর পর্যন্ত তাঁদের সিএল দেওয়া হয়েছে। বছরে মোট ১৮টি করে সিএল পাওয়া যেত। কিন্তু, আচমকাই সেই সিএল তুলে দেওয়া হয়েছে। কোনওরকম বিজ্ঞপ্তি ছাড়াই এমনটা করা হয়েছে বলে দাবি করছেন তাঁরা। উল্টে এখন ‘নো ওয়ার্ক নো পে’ করে দেওয়া হয়েছে। কাজে না এলে পাওয়া যাবে না দিনমজুরি। তাতেই আরও ক্ষোভ বাড়ে আশা কর্মীদের মধ্যে। এদিন কলকাতা পুরসভার বিপনি কাউন্টার গেটে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কলকাতা পুরসভার কোনও প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি।